কমলাপুরে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাস চুরমার

Home Page » প্রথমপাতা » কমলাপুরে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাস চুরমার
বুধবার, ৩০ এপ্রিল ২০১৪



32201.jpgবঙ্গ-নিউজ :রাজধানীর কমলাপুরে টিটিপাড়ায় ট্রেনের ধাক্কায় বাস চুরমারের ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড বৃষ্টি থাকায় তাৎক্ষনিকভাবে হতাহতদের উদ্ধার করা সম্ভব হয়নি।পরে, গুরুতর আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেয়া হয়। বিভিন্ন মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বলাকা বাসটি রং সাইড দিয়ে আসছিলো।
এর আগে রেলওয়ে ঢাকা বিভাগীয় কর্মকর্তা মাহবুবুর রহমান জানিয়েছিলেন, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদও বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে নাজু (২২) নামে এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত নাজু দিনাজপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার সঙ্গে থাকা ডলি (২৪) নামের আরেক তরুণী গুরুতর আহত হয়েছেন। তারা মগবাজারে যাচ্ছিলেন। এ ঘটনায় দৈনিক জনকণ্ঠের সাব এডিটর ওবায়দুল হকের স্ত্রীও মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বলাকা পরিবহনের একটি বাস। বাসটি ইউটার্ন করার সময় রং রুট ব্যবহার করছিলো। এসময় ট্রেনটি চলে এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ৪ থেকে ৫জন মারা যায়। সায়েদাবাদ থেকে গাজীপুর রুটে বাসটি চলাচল করে।

যায়েদ হাসান সম্রাট, বঙ্গ-নিউজ।

বাংলাদেশ সময়: ২:১২:৩৪   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ