জাতীয় ক্রিকেট দলের কোচের পদত্যাগ

Home Page » ক্রিকেট » জাতীয় ক্রিকেট দলের কোচের পদত্যাগ
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০১৪



jugenson.jpg বঙ্গ-নিউজ :জাতীয় দলের খারাপ পারফরমেন্সের পর বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শেন জার্গেনসেন।এবছর বাংলাদেশের পারফরমেন্স মোটেই ভাল ছিল না। অনেকেই খেলোয়াড়দের পাশাপাশি কোচের ট্যাকটিস নিয়েও প্রশ্ন তুলেছে। তাছাড়া বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বেশির ভাগ পরিচালক দলের জন্য নতুন কোচ আনার প্রস্তাব করেছিল।জুন মাসে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার আগেই নতুন কোচ এসে যাওয়ার সম্ভাবনা আছে। প্রধান কোচ হিসেবে যোগ্যতম কাউকে পাওয়া না গেলে সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কোন ব্যাটিং তারকাকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিতে পারে বিসিবি। তবে তা হবে স্বল্পকালীন মেয়াদে।

ক্রিকইনফোর সাথে আলাপকালের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাটিংয়ে দক্ষ কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জুন মাসের প্রথম ভাগের মধ্যেই নতুন কোচ আনার প্রক্রিয়া শেষ করতে চায় বিসিবি।সেই সূত্র থেকেই জার্গেনসেন পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

২০১২ সালে খুব অল্প সময়ের ব্যবধানে স্টুয়ার্ট ল ও রিচার্ড পাইবাস প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালে জার্গেনসেনকেই অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর প্রথম অ্যাসাইনমেন্টে তিনি ছিলেন সফল। ২০১২’র নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর অধীনে দারুণ খেলে ওয়ানডে সিরিজ জয় করলে তাঁর দায়িত্বটা পাকাপাকি হয়। ২০১৩ সালে প্রধান কোচ হিসেবে তাঁর সঙ্গে নতুন চুক্তিও করেছিল বিসিবি। সেই চুক্তির মেয়াদ ছিল ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।কিন্তু তার আগে নিজে থেকেই সরে দাঁড়ালেন তিনি।

যায়েদ হাসান সম্রাট, বঙ্গ-নিউজ।

বাংলাদেশ সময়: ১৪:৫১:২৪   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ