না.গঞ্জে অপহৃত আইনজীবীর গাড়ি গুলশান থেকে উদ্ধার

Home Page » আজকের সকল পত্রিকা » না.গঞ্জে অপহৃত আইনজীবীর গাড়ি গুলশান থেকে উদ্ধার
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০১৪



image_38026_0.jpgডেস্করিপোর্টঃনারাণয়গঞ্জ থেকে অপহৃত অ্যাডভোকেট চন্দন সরকারে গাড়িটি রাজধানীর গুলশান নিকেতন এলাকার রোড নম্বর-১৩ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সোয়া ১০টার দিকে নিকেতন এলাকার নিরাপত্তা প্রহরীর দেয়া তথ্যের ভিত্তিতে জি ব্লকের একটি খালি প্লট থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। গুলশান থানা সেকেন্ড অফিসার সোহেল রানা গাড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।গুলশান জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নূরুল আমিন জানান, জি ব্লকের একটি খালি প্লটে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি পড়ে থাকতে দেখে সেখানকার নিরাপত্তা প্রহরী থানায় ফোন করে জানায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে গাড়ির নম্বর দেখে খোঁজ নিয়ে জানতে পারে গাড়িটির মালিক নারায়ণগঞ্জ থেকে অপহৃত অ্যাডভোটেক চন্দন সরকার। পরে পুলিশ সেখান থেকে গাড়িটি উদ্ধার করে গুলশান থানায় নিয়ে আসে। তিনি আরো জানান, উদ্ধারের সময় গাড়িটি ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। তবে কে বা কারা গাড়িটি সেখানে রেখে গেছে তা জানাতে পারেননি তিনি।

এর আগে গত রোববার নারায়ণগঞ্জের আদালতপাড়া থেকে নিখোঁজ হন জেলা বারের আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক। দুপুরের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওইদিন রাত ১০টার দিকে নিখোঁজের বিষয়টি জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও র‌্যাব-১১ এর কার্যালয়ে মৌখিক অভিযোগ দেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের আদালতপাড়া থেকে নিজের ব্যবহৃত প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো গ-২৭-৩৩৩৭) বের হন অ্যাডভোকেট চন্দন সরকার। এরপর থেকে চালকসহ তার কোনো হদিস নেই। তার পরিবারের সদস্যরা ভেবেছিল তিনি হয়তো কোনো কাজে ব্যস্ত রয়েছেন। কিন্তু রাত সাড়ে ৮টার পরেও তার ও চালকের মুঠোফোন বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

একই দিন দুপুর আড়াইটায় আদালতপাড়া থেকে সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম, তার তিন সহযোগী ও চালককে সাদা পোশাকধারী অস্ত্রধারীরা তুলে নিয়ে যায়। তাদেরও খোঁজ মেলেনি এখন পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১০:০২:১৪   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ