বনমন্ত্রীরঃযানজট ভালো লাগে

Home Page » আজকের সকল পত্রিকা » বনমন্ত্রীরঃযানজট ভালো লাগে
রবিবার, ২৭ এপ্রিল ২০১৪



image_37543_0.jpgডেস্করিপোর্টঃরাজধানী ঢাকা শহরের যানজট নিয়ে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘অনেকেই বলে যানজট ভালো লাগে না। আমার তো যানজট ভালো লাগে। কারণ জ্যামের মধ্যে যখন বসে থাকি, তখন দেখি বাংলাদেশের মানুষের কতো প্রাইভেটকার। যাত্রীবাহী বাসের তুলনায় প্রাইভেটকার বেশি দেখি। দেশের জনগণ প্রাইভেটকার ব্যবহার করছে এসব বিরাট অর্জন।’রোববার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বন্ধু চুলা বাজার উন্নয়ন উদ্যোগ’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশব্যাপী ৫ লক্ষ বন্ধুচুলা স্থাপনের লক্ষ্যমাত্রা অর্জন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘বাংলাদেশের জনগণ যে স্বপ্ন দেখেন সেসব স্বপ্ন একদিন পূরণ হবে। তখন বিশ্বের বুকে আমরা উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবো। আমাদের ৪৩ বছরের অর্জনকে খাটো করে দেখার কোনো কারণ নেই। স্বাধীনতা অর্জনের ৪৩ বছরে আমরা বেশকিছু সাফল্য অর্জন করেছি। এ অর্জন দিনে দিনে বাড়তে থাকবে।’

তিনি বলেন, ‘আমাদের জ্বালানি ব্যবহারের ক্ষেত্র নির্ধারণ করতে হবে। জ্বালানি হিসেবে আমরা কয়লা ব্যবহার করতে পারি। জ্বালানি ব্যবহার হিসেবে গাছের ব্যবহার কমাতে হবে। কারণ আমাদের গ্রামঞ্চলের জনগণ এখনও গাছের কাঠের উপর নির্ভরশীল ।এ কারনে গাছ কাটা হয়। গাছ রক্ষা করতে না পারলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পরবে।’

‘সাফল্য একদিনে সম্ভব নয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন সেক্টরের লক্ষ্য অর্জনের জন্য আমাদের বহুদূর এগিয়ে যেতে হবে। সাফল্য বা অর্জন একদিনে আসে না। এর জন্যে চেষ্টা করতে হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের পরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী। প্রকল্পের উপর সংক্ষপ্তি উপস্থাপনা তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক ড. ইঞ্জিনিয়ার মো. খালেকুজ্জামান।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মণ্ডলের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন- বন ও পরিবেশ উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, জার্মানির রাষ্ট্রদূত ড.আলব্রেখট কোনসে, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. দিদারুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:০৭:২১   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ