ঢাকার ফিটনেসবিহীন গাড়ি রাজশাহীতে!

Home Page » জাতীয় » ঢাকার ফিটনেসবিহীন গাড়ি রাজশাহীতে!
রবিবার, ২৭ এপ্রিল ২০১৪



rajshahi_unfitbg_654374001.jpgবঙ্গ-নিউজঃরাজধানীর রাজপথে চলাচলে অযোগ্য ‘লক্করঝক্কর মার্কা’ ফিটনেসবিহীন গাড়িগুলো রঙ পাল্টিয়ে দিব্যি চলছে রাজশাহী মহানগরীতে।

খোদ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ জানাচ্ছে, ঢাকায় বাতিল বলে গণ্যের পর এসব বাসের গায়ের রঙ পাল্টিয়ে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়। আর সেগুলো কালো ধোঁয়া ছেড়ে চলতে চলতে মাঝপথে হঠাৎই বিগড়ে যায়। এতে যাত্রীদের ভোগান্তি ছাড়াও ঘটছে নানা দুর্ঘটনা।

রাজশাহীতে বর্তমানে ১ হাজার ৩৪২টি ফিটনেসবিহীন যানবাহন চলছে। যার বেশির ভাগই ঢাকার। দীর্ঘদিন ধরে এসব গাড়ি মহানগরীর বিভিন্ন রাস্তায় চলাচল করছে বলে জানিয়েছে বিআরটিএ।

বিআরটিএ আগামী ৩১ মে‘র মধ্যে ফিটসেনবিহীন গাড়ি মেরামতের জন্য মালিকদের সময় নির্ধারণ করে দিয়েছে। ওই সময়ের পরে ‘লক্করঝক্কর মার্কা’ ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিআরটিএ রাজশাহী বিভাগীয় কার্যালয়ের তথ্যানুযায়ী, রাজশাহীতে শুধুমাত্র বাণিজ্যিকভাবে চলাচলকারী পরিবহনগুলোর মধ্যে ৯৬১টি এবং  প্রাইভেট পরিবহনের মধ্যে ফিটনেসবিহীন ৩৮১টি গাড়ি একদম চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এরপরেও মালিকরা ওইসব গাড়ি রাস্তায় নামাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

রাজশাহী শহরে বর্তমানে চলাচলকারী বাণিজ্যিক ফিটনেসবিহীন গাড়ির  মধ্যে মাইক্রোবাস রয়েছে ২৮৫টি, মিনিবাস ১১২টি, বাস ১২৪টি, মিনিট্রাক ৫৬টি, ট্রাক ২৮৫টি, কাভার্ড ভ্যান ৮টি,  ট্রাক্টর ১৮টি, ট্রাংকার ৩টি, পিকআপ ডেলিভারি ভ্যান ৭০টি।

অপরদিকে প্রাইভেট যানবাহনের মধ্যে প্রাইভেটকার ২৪৩টি, জিপ ৪৮টি, অটোরিকশা ৭৭টি, অটোটেম্পু ৯টি ও অন্যান্য যানবাহন আছে ৪টি।

ফিটনেসবিহীন গাড়ি পরিবেশ দূষণের অত্যতম কারণ। এসব গাড়ির বিষাক্ত কালো ধোঁয়ার কারণে পথচারীদের শ্বাসকষ্ট,  হাঁপানি এমনকী ক্যান্সার পর্যন্ত হতে পারে। পরিবেশের জন্য ক্ষতিকর এসব গাড়ি অবিলম্বে রাস্তা থেকে তুলে নেওয়ার দাবি জানিয়েছে পরিবেশবান্ধব কয়েকটি সংগঠন।

জনবল না থাকায় ফিটনেসবিহীন গাড়ির তালিকা বিআরটিএ’র পক্ষ থেকে ট্রাফিক ও পুলিশ বিভাগে পাঠানো হয়। এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ট্রাফিক বিভাগের। কিন্তু অর্থের বিনিময়ে ট্রাফিক বিভাগ আগে থেকেই ‘ম্যানেজ’ হয়ে থাকায় তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না বলে অভিযোগ আছে পরিবেশবাদীদের পক্ষ থেকে।

তবে রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি ট্রাফিক) সুশান্ত চন্দ্র রায় এমন অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বঙ্গ-নিউজকে বলেন, বিআরটিএ কখনও কোনো তালিকা পাঠালে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। এক্ষেত্রে গড়িমসি করার কোনো সুযোগ নেই।

বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক এ টি এম জালাল উদ্দিন জানান, রাজশাহীতে যতোগুলো ফিটনেসবিহীন গাড়ি চলাচল করে তার তালিকা বিআরটিএ’র হাতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৫:৫৮   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ