‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ইয়াবা ব্যবসায়ীসহ নিহত ২

Home Page » জাতীয় » ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ইয়াবা ব্যবসায়ীসহ নিহত ২
রবিবার, ২৭ এপ্রিল ২০১৪



কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ coxsbazar_district_map_bangladesh29-311x186.pngকক্সবাজারের টেকনাফে র‍্যাব ও বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জাহেদ হোসেন জাকু (৪৮) সহ ২ জন নিহত হয়েছে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফের দমদমিয়াস্থ নেচার পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ২টি এলজি বন্দুক, একটি দেশীয় তৈরী ফাইভগার্ন, ১০ রাউন্ড কার্তুজ ও ৯ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়েছে।টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, একটি মাইক্রোবাস গাড়ি যোগে ইয়াবা পাচারের খবর পেয়ে ভোরের দিকে র‍্যাব ও বিজিবির সদস্যরা নেচার পার্ক এলাকায় টহল বসায়। টহলরত অবস্থায় একটি গাড়িকে থামাতে চেষ্টা করলে গাড়িটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে গাড়িটির পিছু নেয় র‍্যাব ও বিজিবি। এক পর্যায়ে গাড়িটি থেকে র‍্যাব ও বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে বিজিবির হাবিলদার মুজিব আহত হয়েছেন।

তিনি আরো দাবি করেন, পরে র‍্যাব ও বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাইক্রোবাসের কাছে ২ জনের মৃতদেহ পাওয়া যায়। এর মধ্যে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জাকের হোসেন জাকু (৪০)। জাকু টেকনাফের পৌরসভার কেকেপাড়ার মৃত আবেদীন সওদাগরের পুত্র। অপরজন নাইট্যং পাড়া এলাকার শামসুল আলমের ছেলে ফরিদুল আলম (৩৫)। সে জাকু ইয়াবার সহযোগী হিসেবে পরিচিত।

কক্সবাজারস্থ র‍্যাব ৭-এর কোম্পানী কমান্ডার মেজর রাশেদ দাবি করেন, ঘটনাস্থল থেকে ২টি এলজি বন্দুক, একটি দেশীয় তৈরী ফাইভগান, ১০ রাউন্ড কার্তুজ ও ৯ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, টেকনাফ নেচার পার্ক থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এদিকে গত এক মাসে টেকনাফে ইয়াবা বিরোধী বিশেষ অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ ৫ জন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে ৭ জন আহত হয়েছে। এর মধ্যে গত ১৮ মার্চ একজন আহত, ২০ মার্চ একজন নিহত, ১০ এপ্রিল, ১৬ এপ্রিল ও ১৯ এপ্রিল আহত হয়েছে একজন করে, ২৫ এপ্রিল কোস্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছে ৩ জন, গুলিবিদ্ধ হয়েছে একজন। এসময় পুলিশ, বিজিবি ও র‍্যাবের সদস্যরাও আহত হয়। এছাড়া এ মাসে উদ্ধার হয়েছে প্রায় ৩ লাখ ইয়াবা।

বাংলাদেশ সময়: ১০:৩৪:৪৭   ৪৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ