চট্টগ্রাম-ব্যাংকক সরাসরি ফ্লাইট চালুর আশ্বাস থাই রাষ্ট্রদূতের

Home Page » অর্থ ও বানিজ্য » চট্টগ্রাম-ব্যাংকক সরাসরি ফ্লাইট চালুর আশ্বাস থাই রাষ্ট্রদূতের
রবিবার, ২৮ এপ্রিল ২০১৩



chember20130428100458.gifবঙ্গ-নিউজ ডটকম:চট্টগ্রাম-ব্যাংকক সরাসরি ফ্লাইট চালুর আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ড’র রাষ্ট্রদূত মাদুরাপোচানা ইত্তারং। চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ আশ্বাস দেন তিনি। রাষ্ট্রদূত বলেন,কমার্শিয়াল হাব হিসেবে থাইল্যান্ড সবসময় চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে আসছে এবং এ অঞ্চলের ব্যবসায়ী ও জনগণের সাথে সম্পর্কোন্নয়নে কাজ করছে। তিনি থাই প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফরে ২০১৬’র মধ্যে দ্বিপাকি বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার ল্ক্ষমাত্রার কথা উল্লেখ করে বলেন, ‘পারস্পরিক সহযোগিতা এ লক্ষ্ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।‘আগামী কয়েক মাসের মধ্যে চট্টগ্রাম-ব্যাংকক সরাসরি ফ্লাইট চালু করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। চেম্বার সভাপতি মাহবুবুল আলম দু’দেশের মাঝে ৬৫৭ দশমিক ৫৮ মিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি উল্লেখ করে তা দূরীকরণে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। তিনি থাইল্যান্ডের মৎস্য খাতে বাংলাদেশী জনশক্তি আমদানির সিদ্ধান্তকে স্বাগত জানান। চেম্বার সভাপতি থাই বাজারে বাংলাদেশী ঔষধ, চামড়াজাত পণ্য, মৎস্য, পাট ও পাটজাত পণ্য, সিরামিক্স ও পোশাক শিল্পের সম্ভাবনার কথা উল্লেখ করে এ সকল খাতে থাই আমদানি বৃদ্ধির জন্য রাষ্ট্রদূতের সহায়তা কামনা করেন। আগ্রাবাদ ওয়াল ট্রেড সেন্টারে অনুষ্ঠিত সভায় সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী, এ কে এম আক্তার হোসেন, কামাল মোস্তফা চৌধুরী, মো. অহীদ সিরাজ চৌধুরী, মো. জহুরুল আলম, মো. সিরাজুল ইসলাম, মো জাহাঙ্গীর, মোহাম্মদ মোর্শেদ, চট্টগ্রামস্থ থাইল্যান্ডের অনারারী কনস্যুল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ও চেম্বারের সাবেক পরিচালক মোহাম্মদ হাবিবুল হকসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৭:৫৭   ৫০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ