সূর্যের আগুনে পুড়ছে ময়মনসিংহ : বৃষ্টির জন্য হাহাকার

Home Page » আজকের সকল পত্রিকা » সূর্যের আগুনে পুড়ছে ময়মনসিংহ : বৃষ্টির জন্য হাহাকার
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০১৪



image_36676_0.jpgবঙ্গ-নিউজডটকমঃসূর্যের আগুনে পুড়ছে ময়মনসিংহ। সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত তাপদাহে পুড়ছে শহর ও গ্রামের মানুষ। গরম বাতাস শরীরে বিধছে আগুনের হলকার মতো। প্রখর রোদে মাটি ফেটে চৌঁচির। বাসাবাড়ির পানির ট্যাপ দিয়ে বের হচ্ছে গরম পানি। তেঁতে উঠেছে আসবাবপত্রও। দুপুর গড়াতেই খাঁ খাঁ করছে পথঘাট। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। প্রকৃতির তপ্ত শ্বাস-প্রশ্বাসে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। মানুষের পাশাপাশি পশু-পাখিরাও হাঁসফাঁস করছে। হাঁপ ছেড়ে বাঁচতে বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে!জানা গেছে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে গত এক সপ্তাহের বেশি সময় থেকে মাঝারি থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। ফলে অবর্ণনীয় গরমে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে।

বিশেষ করে শিশু ও বৃদ্ধরা প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়েছে। অব্যাহত তাপমাত্রায় ঘরে ঘরে ডায়রিয়া, জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন উপসর্গে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এসব রোগে বৃদ্ধ-বৃদ্ধা ও শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। পাশাপাশি উচ্চ রক্তচাপে আক্রান্তদের দুর্ভোগ বেড়েছে এ তীব্র গরমে। আগুনমুখো আবহাওয়ার কারণে কর্মজীবী মানুষ ছাড়া কেউই খুব জরুরি কাজ না থাকলে বাড়ির বাইরে বের হচ্ছেন না।

একটু সুশীতল ছায়ার জন্য মহানগরবাসী যেন উন্মুখ হয়ে উঠেছে। কিন্তু কোথাও প্রশান্তি নেই। এবার চলতি গ্রীস্ম মৌসুমের প্রথম তাপ প্রবাহেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

আবহাওয়াবীদরা বলছেন, আজ-কালের মধ্যে ভারী বৃষ্টিপাত না হলে এ পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তাদের ভাষ্য মতে, চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্ভাবাসে বলা হয়েছে আগামী মাসে বঙ্গোপসাগরে দুই-একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। এর প্রভাবে দেশে বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমবে।

বাংলাদেশ সময়: ১৭:০০:৪৯   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ