বিসিবি ৬ বছরের জন্য টেলিভিশন সত্ত্ব বিক্রির টেন্ডার ডেকেছে

Home Page » আজকের সকল পত্রিকা » বিসিবি ৬ বছরের জন্য টেলিভিশন সত্ত্ব বিক্রির টেন্ডার ডেকেছে
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০১৪



image_36666_0.jpgডেস্করিপোর্টঃবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের মাটিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্রিকেট সিরিজগুলোর টেলিভিশন সত্ত্ব বিক্রি করার জন্য টেন্ডার ডেকেছে। এই ছয় বছরে ভারতীয় ক্রিকেট দল তিনবার বাংলাদেশ সফরে আসবে এবং এই সময়ে ঠিক এর আগের ছয় বছরের তুলনায় বাংলাদেশে বেশি ক্রিকেট খেলা হবে। এ কারণে বিসিবি কর্মকর্তারা আশা করছেন, আন্তর্জাতিক ঠিকাদাররা এই টেন্ডারে প্রতিযোগিতা করতে এগিয়ে আসবেন। আগামী ৮ মে’র মধ্যে ঠিকাদারদেরকে তাদের প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।প্রস্তাব জমা দিতে হবে ২৭ এপ্রিল থেকে ৮ মে’র মধ্যে। ১২ মে ওপেন অকশোন অনুষ্ঠিত হবে। এ দরপত্রে এমন ধারা যুক্ত করা হয়েছে যার ফলে বাংলাদেশের খেলা সম্প্রচারের জন্য বাংলাদেশি টিভি চ্যানেলগুলিও টেন্ডারে অংশ নিতে পারবে।
বিসিবির মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজি ইনাম আহমেদ বলেছেন, ১২ই মে’র ওপেন অকশোনো সেরা প্রস্তাবটি আশা করছেন তারা। এবারের টেন্ডারে প্রথমবারের মতো এক বছরের সম্প্রচার অভিজ্ঞতাসম্পন্ন ব্রডকাস্টারদেরও অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। গত দুই বছরের অভিজ্ঞতায় আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের টিভি চ্যানেলগুলি এ ধরনের আন্তর্জাতিক মানের খেলা দেখাতে যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়েছে।
এর আগে ভারতের নিম্বাস কোম্পানির সঙ্গে ২০০৬ সালে ছয় বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল বাংলাদেশ। নিও স্পোর্টসের সত্ত্বাধিকারী কোম্পানিটি ২০১২ সালে শেষ হয়ে যাওয়া চুক্তির মেয়াদকালে পূর্ণাঙ্গ টাকা এখনো বাংলাদেশকে পরিশোধ করেনি। এরপর ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ, ২০১৩ সালে নিউ জিল্যান্ড ও ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজগুলো স্থানীয় টিভি চ্যানেলগুলোতে দেখানো হয়। প্রতিটি সিরিজ আলাদা আলাদাভাবে বিক্রি করে বিসিবি এবং এসব খেলা চ্যানেল ৯ ও মাছরাঙ্গায় সম্প্রচারিত হয়।

বাংলাদেশ সময়: ১৬:২২:০৭   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ