তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং

Home Page » আজকের সকল পত্রিকা » তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০১৪



image_36640_0.jpgডেস্করিপোর্টঃবাইরে প্রচণ্ড গরম। বাতাসের সঙ্গে মিশে আছে মাত্রাতিরিক্ত উষ্ণতা। আর এ কারণেই প্রয়োজন ছাড়া খুব একটা ঘরের বাইরে থাকতে নারাজ সাধারণ মানুষ। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। সবাইকে জীবিকার তাগিদে বের হতেই হচ্ছে।বাধ্য হয়ে বাইরে বের হলেও ঘরে ফেরার প্রহর গোনে মানুষগুলো। কিন্তু বিধিবাম, ঘরে ফিরেও শান্তির নাগাল পাচ্ছেন না তারা। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। অনেকটাই এমন,‌ যেন মরার উপর খাঁড়ার ঘা।

বৈশাখের শুরু থেকে বাড়তে থাকে তাপমাত্রা। বর্তমানে তা চরম পর্যায়ে পৌঁছেছে। আবহাওয়া অধিদপ্তরে তথ্যমতে, বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মিরপুর বাঙলা কলেজের ছাত্র আজিজুর রহমান পলাশ বলেন, ‘প্রতিদিন তিনবার বিদ্যুৎ যায়। অতিরিক্ত গরমের কারণে রুম প্রচণ্ড গরম থাকে, এ কারণে ঠিকমতো পড়াশুনা করতে পারছি না।’

এমন সমস্যা রাজধানীর প্রায় প্রতিটি এলাকায়। মতিঝিল সংলগ্ন শাহাজানপুর এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী রতন দাস বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে বেশিক্ষণ বাইরে থাকতে পারি না। বাসায় এসে দেখি বিদ্যুৎ নেই। আর এখানে ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।’

শেওড়াপাড়ার বাসিন্দা জুয়েল বলেন, ‘এক ঘণ্টা পরপর লোডশেডিং হয়। এ ক্ষেত্রে সব চেয়ে বেশি সমস্যায় পড়ছে শিশুরা। শিশুরা গরম সহ্য করতে পারে না। এ কারণে তাদের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে।’ এদিকে লোডশেডিংয়ের কথা স্বীকার করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তারা বলছে, অতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়া মেঘনাঘাটে একটি বিদ্যুৎ প্লান্ট নষ্ট থাকার কারণে লোডশেডিং হচ্ছে বলেও তারা দাবি করেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ কর্মকর্তা সাইফুল হাসান চৌধুরী বলেন, ‘বর্তমানে সারা বাংলাদেশে ৫শ থেকে ৬শ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। বর্তমানে প্রায় ৬ হাজার ৮শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর চাহিদা হচ্ছে ৭ হাজার ৪শ থেকে ৫শ মেগাওয়াট। চাহিদার তুলনায় যে ঘাটতি রয়েছে সেটা আমরা বিভিন্ন জায়গায় লোডশেডিংয়ের মাধ্যমে পূরণ করছি।’তিনি আরও বলেন, ‘শুধু রাজধানীতেই আমাদের প্রয়োজন ২ হাজার ৭শ মেগাওয়াট বিদ্যুৎ।’গত সোমবার মেঘনাঘাটে ৪৫০ মেগাওয়াটের একটি প্লান্ট নষ্ট হওয়ায় এ লোডশেডিং হচ্ছে বলে জানান তিনি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য জেনারেশন জালাল উদ্দিন বলেন, ‘মেঘনাঘাটে আমাদের একটা ৪৫০ মেঘাওয়াটের প্লান্ট নষ্ট হয়েছে। এছাড়া তাপমাত্রা বেশি থাকার কারণে মেশিনগুলো তাড়াতাড়ি গরম হচ্ছে। তাই কিছুক্ষণের জন্য মেশিনগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। মেশিনগুলো ৮ ঘণ্টা চালানোর কথা সেগুলো এখন ২০ ঘণ্টার বেশি চালানো হচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৬:১৬:০৩   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ