কলমাকান্দায় ভূমি কর্তাদের যোগ সাজশে প্রভাব শালীরা মহাদেও নদী দখল করে দালান কোঠা নির্মান করছে

Home Page » বিবিধ » কলমাকান্দায় ভূমি কর্তাদের যোগ সাজশে প্রভাব শালীরা মহাদেও নদী দখল করে দালান কোঠা নির্মান করছে
বুধবার, ২৩ এপ্রিল ২০১৪



a-51.jpgফখরুলআলমখসরুঃকলমাকান্দা(নেত্রকোনা) সংবাদদাতাঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা বাজার সংলগ্ন গারো পাহাড় হইতে নেমে আসা মহাদেও নদীর দখল করে স্থায়ী পাকা অবকাঠামো নির্মাণ করছে প্রভাবশালী ভূমিদস্যুরা। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের পরোক্ষ ও যোগ সাজশে এলাকার ভূমি দস্যু শহীদুল হক, কাওসার, ফটিক মিয়া ও নবী হোসেন মেম্বার দখল প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ভূমি অফিসের রাজস্ব কর্মকর্তা হাবিবুল্লাহ খান জানান তারা খবর পেয়ে নির্মান কাজ বন্ধ রাখার জন্য ইউনিয়ন ভূমি অফিসকে নির্দেশনা দিয়েছেন। অপরদিকে রংছাতি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল রশিদ যোগ সাজশের কথা অস্বীকার করে জানান অবৈধ দখলদারদের কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। রংছাতী ইউ,পি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল জানান ভূমি দস্যুরা ভূমি অফিসের কর্মকর্তাদের গোপন বোঝা পড়ার মাধ্যমে নদীটি দখল করে যাচ্ছে। তার বাঁধা নিষেধ পাত্তা দিচ্ছে না। আদিবাসী নেতা সুরঞ্জন মারাক জানান ঐতিহ্য বাহী মহাদেও নদীটি ভূমি দস্যুদের দখলে চলে যাওয়ায় নদী তীরবর্তী আদিবাসী বাসিন্দাদের ঘর-বাড়ি ব্যাপক ভাঙ্গনের মুখে পড়বে এবং চরম মানবিক বিপর্যয় দেখা দিবে। উহার প্রতিকার হওয়া দরকার। সরজমিনে দেখা গেছে মহাদেও নদীতে পাকা অবকাঠামো নির্মান জোরে সুরে অব্যাহত আছে। ভূমি দস্যুরা সাংবাদিকদের জানান তারা ভূমি অফিসের মতামত নিয়েই নির্মাণ কাজ করছে। পত্রিকায় লিখলে কিছুই হবে না বলে আষ্ফালন করে। এভাবে নদীর দখল অব্যাহত থাকলে মারাত্মক পরিবেশ বিপর্যয়সহ উভয় তীরের বাসিন্দাদের বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাবে বিধায় চরম মানবিক বিপর্যয় দেখা দিবে। এ ব্যাপারে ভূমি মন্ত্রনালয়ে জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৪২   ৭৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ