রংপুর থেকে তিস্তা অভিমুখে লংমার্চের প্রস্তুতি বিএনপির

Home Page » জাতীয় » রংপুর থেকে তিস্তা অভিমুখে লংমার্চের প্রস্তুতি বিএনপির
বুধবার, ২৩ এপ্রিল ২০১৪



tista_rod_bg_704426438.jpgকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ রংপুর থেকে তিস্তা অভিমুখে লংমার্চের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। বুধবার সকাল থেকে লোকজন রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন।এদিকে, তিস্তা অভিমুখে যাওয়ার আগে বুধবার সকাল নয়টার দিকে শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা।

সমাবেশ স্থলে শামছুজ্জামান দুদু, সেলিমা রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা সমাবেশ স্থলে পৌঁছেছেন।

অপরদিকে, হঠাৎ করেই তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উত্তরাঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সৈয়দ আহসান আলী  জানান, বুধবার সকাল পর্যন্ত প্রায় চার হাজ‍ার কিউসেক পানি তিস্তা ব্যারেজ এলাকার ডালিয়া পয়েন্টে এসেছে।

এ পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি জানান, মঙ্গলবার ডালিয়া পয়েন্টে পানি পরিমাণ ছিল তিন হাজার কিউসেক।

পানি বৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, ভারতে বৃষ্টি ও কর্তৃপক্ষ গজলডোবা বাঁধ খ‍ুলে দেওয়ায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

তবে এটি কতদিন অব্যাহত থাকে, তা দেখার বিষয়।

মির্জা ফখরুল ছাড়াও লংমার্চে আগত বিএনপি নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, লে. জেনারেল মাহবুবুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান, মেজর (অব.) হাফিজুদ্দিন আহমেদ, সেলিমা রহমান, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ড. ওসমান ফারুক, সামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহম্মদ আজম খান। এছাড়াও রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান খান রিপন, নাজিম উদ্দীন আলম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাতীয়তাবাদী ওলামা দল সভাপতি হাফেজ মওলানা আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ৯:৪২:৩৮   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ