আর মুখ বুঝে সহ্য করা হবে না, গোবিন্দগঞ্জে ফখরুল

Home Page » জাতীয় » আর মুখ বুঝে সহ্য করা হবে না, গোবিন্দগঞ্জে ফখরুল
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০১৪



কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ fakrul_bg_181520080.jpgপানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারাজ অভিমুখে শুরু হওয়া বিএনপির লংমার্চ গাইবান্ধার গোবিন্দগঞ্জ ত্যাগ করেছে।মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে বগুড়ার মাটিডালি বিমান মোড় থেকে রংপুরের উদ্দেশে রওয়ানা হয় লংমার্চের গাড়িবহর। গোবিন্দগঞ্জ পৌঁছায় বিকেল সোয়া ৫টায়।

গোবিন্দগঞ্জের চারমাথা মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকারের অন্যায় আচরণ আর মুখ বুঝে সহ্য করা হবে না। আন্দোলন করতে হবে। সরকারের নতজানু নীতির কারণে একতরফাভাবে পানি প্রত্যাহার করে উত্তরবঙ্গকে মরুকরণের দিকে ঠেলে দিয়েছে ভারত। অথচ সরকার এর প্রতিবাদ করছে না। তাই এ অবস্থায় আর মুখ বুঝে থাকা যাবে না।

তিনি বলেন, এ লংমার্চ ভারত সরকারের বিরুদ্ধে নয়, বরং বাংলাদেশের জনগণের ন্যায্য হিস্যা আদায়ের জন্য।
মির্জা ফখরুলের বক্তব্য শেষে বিকেল পৌনে ৬টার দিকে লংমার্চের গাড়ি বহর ফের রংপুরের দিকে রওয়ানা হয়।

এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে উত্তরার আজমপুর মোড়ে আমির কমপ্লেক্সের সামনে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় লংমার্চের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ সর্বস্তরের নেতাকর্মীরা এই লংমার্চে অংশ নিয়েছেন। কয়েকশ‘ গাড়ির বহর উত্তর‍া ছেড়ে লালমনিরহাটের ডালিয়ার তিস্তা ব্যারাজ অভিমুখে যাত্রা শুরু করে।

ঢাকা থেকে বেরিয়ে লংমার্চের প্রথম পথসভা অনুষ্ঠিত হয় গাজীপুরের কালিয়াকৈরে। এরপর সংক্ষিপ্ত পথসভা হয় টাঙ্গাইল, সিরাজগঞ্জের কড্ডার মোড় এবং বগুড়ায়।

সোমবার বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বাংলানিউজকে জানান লংমার্চের পথে কালিয়াকৈর টাঙ্গাইল, সিরাজগঞ্জ,বগুড়া, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়িতে পথসভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রাতে রংপুরে যাত্রাবিরতি শেষে বুধবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে লংমার্চ ফের যাত্রা করবে ডালিয়া অভিমুখে।

ডালিয়া পৌঁছে সকাল ১১টায় তিস্তা ব্যারেজের সামনে অনুষ্ঠিত হবে চূড়ান্ত সমাবেশ।

বাংলাদেশ সময়: ১৮:২৫:০০   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ