চাপেই সেরাটা ম্যাক্সওয়েলের

Home Page » ক্রিকেট » চাপেই সেরাটা ম্যাক্সওয়েলের
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০১৪



maxwell-400x291.jpgবঙ্গ-নিউজ :ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে ইতিমধ্যেই দর্শকদের সামনে মূর্তিমান দানব হিসেবে আবির্ভূত হয়েছেন। টানা দুই ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের ভয়াল ব্যাটিংয়ে তছনছ হয়ে গেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান র‌য়্যালসের আক্রমণ। অথচ দুই ম্যাচেই তার দল কিংস ইলেভেন পাঞ্জার ছিলো বিশাল সংগ্রহ তাড়া করার সুকঠিন চাপে।চলতি আইপিএল সেভেনে ইতিমধ্যেই দুটি অসাধারণ ইনিংস উপহার দেয়া ম্যাক্সওয়েল তার এই দুর্বার সাফল্যের রহস্য খোলাসা করেন। তিনি জানান, চাপের মুখে খেলতেই তিনি বেশী স্বাচ্ছন্দ্য বোধ করেন। অথচ এই চাপের মুখে খেলতে গিয়েই অনেক বাঘা বাঘা তারকা খেই হারিয়ে ফেলেন।

আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে তিনি বলেন, ‘টানা ম্যাচে বড় ইনিংস খেলা খুব একটা সহজ নয়। এর জন্য ভাগ্যও প্রয়োজন। আশা করছি, এমন ভাগ্য বজায় থাকবে আমার জন্য এবং আরও কিছু বড় ইনিংস খেলতে পারবো আমি দলের জন্য।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত দুই ম্যাচে বড় লক্ষ্য তাড়া করে জিতেছি। আমরা সত্যিই খুশী যে আমরা দুটি বাঁধাই চমৎকারভাবে অতিক্রম করেছি। তবে নিজের কথা বলতে হলে আমি বলবো, আমি কখনোই কোন চাপ অনুভব করি না। চাপ হচ্ছে এমন একটা বিষয় যা আপনাকে পেয়ে বসবে। আমি মাঠে নামার আগে বা ব্যাটিংয়ে যাওয়ার আগে কিছুটা চাপ অনুভব করি। কিন্তু ব্যাটিং শুরু করার পর আমি প্রতিটি মুহূর্তকেই উপভোগ করি। আমি দলীয় সংগ্রহের দিকে তাকাই বটে কিন্তু সেখান থেকে এগিয়ে যাওয়াটাই আমার লক্ষ্য হয়।’

অসি এই তারকা অবশ্য উল্লেখ করেন, দুই ম্যাচে রান পেলেও তার কাজ ছিলো অসম্পূর্ণ। দলকে জয়ের বন্দরে ফেরানো সম্ভব হয়নি তার জন্য। পরের চেষ্টা থাকবে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দিয়েই মাঠ ছাড়ার। নিঃসন্দেহে প্রতিপক্ষের বোলারদের জন্য এটা একটা সতর্কবার্তা এবং দুঃসংবাদও বটে।

যায়েদ হাসান সম্রাট, বঙ্গ-নিউজ।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪৮   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ