তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ শুরু

Home Page » জাতীয় » তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ শুরু
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০১৪



bnp_bgbgbg_525458660.jpgকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকম: পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ শুরু করেছে বিএনপি।

মঙ্গলবার সকাল ৮টা ৫৫ মিনিটে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরা মোড়ের আমির কমপ্লেক্সের সামনে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় লংমার্চের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

সকাল ৮টায় বিমানবন্দরের গোল চত্বর এলাকা থেকে শুরু হওয়ার কথা থাকলেও দলের নেতারা বলছেন, কর্মদিবস হওয়ায় এখান থেকে জমায়েত হওয়ার স্থান পরিবর্তন করা হয়েছে। বিমানবন্দর গোল চত্বর ব্যস্ততম এলাকা হওয়ায় জনদুর্ভোগ এড়াতে জমায়েতস্থল উত্তরা মোড় নির্ধারণ করা হয়েছে।

প্রথমে নয়াপল্টন থেকে শুরু হওয়ার থাকলেও যানজট এড়াতে বিমানবন্দর গোল চত্বর থেকে লংমার্চ যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার। তবে শেষ পর্যন্ত উত্তরা মোড় থেকেই শুরু হচ্ছে লংমার্চ।

সোমবার বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছিলেন, উত্তরা মোড় থেকে শুরু হওয়া লংমার্চ কালিয়াকৈর পৌঁছ‍ালে সাড়ে ৯টায় প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। তবে লংমার্চ যাত্রা বিলম্বিত হওয়ায় পরবর্তী সমাবেশগুলোর সময়সূচিতেও স্বাভাবিকভাবে পরিবর্তন হচ্ছে। রিজভীর ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলে, সিরাজগঞ্জ সাড়ে ১২টায়, বগুড়ায় আড়াইটায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে তিনটায় ও পলাশবাড়িতে সাড়ে ৪টায় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা।

পরদিন বুধবার রংপুর থেকে লংমার্চের শুরুতে পথসভাটি হবে সকাল ৯টায়। এরপর সকাল ১১টায় তিস্তা ব্যারেজের সামনে ডালিয়া পয়েন্টে শেষ সমাবেশটি অনুষ্ঠিত হবে।

সোমবার প্রেস ব্রিফিংয়ে রিজভী বলেন, এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, কোনো বিভাজনের বিষয় নয়। এটা জনগণের একটি বিষয়। এটি সামগ্রিকভাবে দেশের স্বার্থে করা হচ্ছে। যারা এর সমালোচনা করছেন, তারা জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছেন।

রিজভী বলেন, পানির ন্যায্য হিস্যা দাবিতে এই কর্মসূচি। এর সঙ্গে আমাদের জীবন-জীবিকা জড়িয়ে আছে। যতটুকু পানি তিস্তা থেকে প্রবাহিত তা ভারত আমাদের দেশে আসতে দেয় না। আটকে রেখেছে। এটা জুলুম, অন্যায়।

বাংলাদেশ সময়: ৯:১৫:৫০   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ