ওয়াই-ফাই ইন্টারনেট পাচ্ছে বুয়েট ও চবি

Home Page » আজকের সকল পত্রিকা » ওয়াই-ফাই ইন্টারনেট পাচ্ছে বুয়েট ও চবি
রবিবার, ২০ এপ্রিল ২০১৪



image_35344_0.jpgডেস্কঃবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা চলতি এপ্রিল মাস থেকে ওয়াই-ফাই ইন্টারনেটের আওতায় আসছে। তবে বুয়েট ক্যাম্পাসে ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এ ওয়াই-ফাই সুবিধা চালু হয়েছে। বেইস টেকনোলজিসের সহযোগিতায় বুয়েট ক্যাম্পাসের প্রতিটি হলে ইন্টারনেট সেবা দেবে ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)। আর বিশ্বব্যাংকের সহযোগিতায় চবিতে একই সেবা দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বেইস টেকনোলজিস ৩২টি এপির মাধ্যমে তারবিহীন ইন্টারনেট সেবা বুয়েটের সব আবাসিক হলে পৌঁছে দেওয়ার কাজ করছে। ওয়াই-ফাই কভারেজের জন্য বিশ্বখ্যাত আরুবা নেটওয়ার্ক ও সুইচের জন্য ইডিজিই কোর পিওই ব্যবহার করা হয়েছে। প্রাথমিক অবস্থায় মাঠপর্যায়ে সাইট সার্ভে, কভারেজ প্ল্যান বা রেডিও ফ্রিকোয়েন্সি প্ল্যান, হার্ডওয়্যার ইনস্টলেশন ও সফটওয়্যার ইনস্টলেশন করা হয়েছে। এখন ইন্টারনেট সেবা পরীক্ষা-নিরীক্ষা ও কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের পর চলতি মাসে সফট লঞ্চিং করা হবে। এ ব্যাপারে বুয়েটের আইআইসিটি পরিচালক ড. মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যে তিতুমীর হলে পরীক্ষামূলক ওয়াই-ফাই ইন্টারনেট চালু করা হয়েছে। এটির সফল বাস্তবায়ন হলে শীঘ্রই সব হলে ওয়াই-ফাই পৌঁছে দিতে সক্ষম হব।
নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কে কত ব্যান্ডউইডথ ব্যবহার করতে পারবেন, তা নির্ধারণ করবে কর্তৃপক্ষ। ভালো মানের ইন্টারনেট সেবা নিশ্চিত করার জন্য অন্তত ৫১২ কেবিপিএস স্পিড গড়পড়তায় সবাই পাবেন। এর বাইরে যারা আরও বেশি স্পিড পাওয়ার যোগ্য, তাদের আইআইসিটি থেকে স্পিড নির্ধারণ করে দেওয়া হবে। এদিকে চট্টগ্রাম বিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, পাঁচটি অনুষদ, ছয়টি ছাত্র হল, তিনটি ছাত্রী হল, শহীদ মিনার চত্বর, জিরো পয়েন্ট, শিক্ষকদের আবাসিক এলাকায় ওয়াই-ফাই ইন্টারনেট সংযোগের কাজ ইতোমধ্যেই শেষ করা হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসে ইন্টারনেটের ২৪টি পোর্ট সুইচসহ ক্যাবল সংযোগ প্রতিটি বিভাগ পর্যন্ত পৌঁছে যাবে প্রকল্পের অধীনে। ক্যাবলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যেসব স্থানে শিক্ষার্থীদের জনসমাগম বেশি এমন আটটি পয়েন্টে থাকবে ওয়াই-ফাই স্টেশন। এসব স্টেশনের প্রত্যেকটির কেন্দ্র থেকে চারপাশে ৫০০ মিটার পর্যন্ত অবস্থানকারী শিক্ষক-শিক্ষার্থীরা ওয়াই-ফাই সুবিধা ভোগ করতে পারবেন। এদিকে চবিতে চলতি মাস থেকে ওয়াই-ফাই ইন্টারনেট চালু হচ্ছে বলে জানিয়েছেন সাব প্রজেক্ট ম্যানেজার ও বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নুরুল মোস্তফা। জানাগেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়েও ওয়াই-ফাই প্রযুক্তির আওতায় আনা হচ্ছে।

বাংলাদেশ সময়: ৯:০০:২৩   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ