বুক রিভিয়্যু ‘নিরন্তর’ নন্দিত এক নীল-সবুজের উপাখ্যান

Home Page » ফিচার » বুক রিভিয়্যু ‘নিরন্তর’ নন্দিত এক নীল-সবুজের উপাখ্যান
শনিবার, ২৭ এপ্রিল ২০১৩



nirontor-sm20130427035657.jpgবঙ্গ-নিউজ ডটকম :নাগরিক নিম্ন-মধ্যবিত্তের নন্দিত এক নীল-সবুজ উপাখ্যানের নাম ‘নিরন্তর’। প্রতিটি চরিত্র এখানে আমাদের প্রতিদিনের। সংসারের জটিলতা থেকে দূরের এসব মানুষ, প্রতিদিন জড়িয়ে পড়ে জীবনের সংকীর্ণ কুটিলতায়। চাচ্ছে না, তবুও এরা পীড়িত হয় পৃথিবীর পথে পথে; যা প্রায় অমোঘ । ‘নিরন্তর’ মূলত এমনই একটি গল্পের কথা বলে, যার সাথে ক্রমশ মিশে যাই আমরা । ছোট একটি সংসার মাহবুবের স্ত্রী, ছোটবোন ও শিশুকন্যাকে নিয়ে । একদিন নতুন চাকরির জায়গা থেকে বাসায় ফেরে না স্ত্রী রাবেয়া। কয়েকদিন পর চিঠি পায় মাহবুব, রাবেয়া আর ফিরবে না। কারণ, অভাবের সংসারে সে ক্লান্ত। মাহবুব স্ট্রোক করে, স্কুলের চাকরিটাও চলে যায় একসময়। ছোটবোন বীথি পড়াশুনা বন্ধ করে সংসারের হাল ধরে। এক পর্যায়ে মাহবুবের অপারেশনের দরকার হয়, অনেক টাকার ব্যাপার যা। এত টাকা কোথায় পাবে বীথি? এই সময় সাহায্যের নামে কিছু অসাধু মানুষ এগিয়ে আসে… । কিন্তু নিরন্তর জীবন থেমে থাকে না।মাহবুব চরিত্রটি এখানে আদর্শ আশ্রয়ী, মধ্যবিত্ত সমাজের চিরচেনা বড় ভাইয়ের আদলে। সে বিশ্বাস করে, ভালোবাসা দিলে তা ফিরে আসে। তাই মাহবুব পথ চেয়ে থাকে, স্ত্রী রাবেয়া একদিন ফিরে আসবে। দারিদ্রতা হয়তো সাময়িক প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, তার চেয়ে বেশি কিছু নয়। উপন্যাসের বীথি চরিত্রটি ‘মেঘে ঢাকা তারা’র নিতার কথা মনে করিয়ে দেয়, অথবা হুমায়ূন আহমেদের শঙ্খনীল কারাগারের রাবেয়া। ক্ষুদ্র থেকে সমৃদ্ধ হতে হতে এই চরিত্রটি একটি বৃত্তাকার রূপ নেয়। হয়ে ওঠে উপন্যাসের মুখ্য চরিত্র। বঙ্কিম চট্টোপাধ্যায় বিধবা রোহিণীকে সামাজিকভাবে ব্যবচ্ছেদ যোগ্য মনে করেছেন তাঁর কৃষ্ণকান্তের উইলে। ‘চোখের বালি’তে রবীন্দ্রনাথ ঠাকুর বিনোদিনীর অনির্দিষ্ট যাত্রাকে সামাজিক বাস্তবতা হিসাবে দেখিয়েছেন। কিন্তু শাফিন রাশেদ ‘নিরন্তর’ উপন্যাসে বীথিকে দেখিয়েছেন নিজের ভাগ্য নিয়ন্ত্রণকারী ভূমিকায়। অসম্মানের এক জায়গা থেকে বীথি নিজেকে তুলে এনেছেন আত্মসম্মানে এক শুভ্র মানচিত্রে। উন্নত বিশ্বে নারী মূলত এমনই। সুতরাং বাংলাদেশে কেন নয়?রাবেয়া উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। পুঁজিবাদী সমাজের প্রতি আগ্রহ রাবেয়ার মধ্যে পরিলক্ষিত। কিন্তু সেখানে নারী যে একটি পণ্য, তা সে এক পর্যায়ে বুঝতে পারে। এবং পূর্বের জীবনে ফিরেও আসে। অবশ্য, তাকে এর জন্য মূল্য দিতে হয়। বাঙালি সমাজে নারীর অবস্থান ঘিরে যখন আজ নানা উৎকণ্ঠা-দ্বিধা, ‘নিরন্তর’ নিঃসন্দেহে তখন স্পষ্ট করে কিছু বলে। বলে, সমাজের প্রয়োজনে, সংসারের প্রয়োজনে, নারী যে কোন ভূমিকায় যাবার ক্ষমতা রাখে। এবং সেটাই শুভ।‘নিরন্তর’ প্রকাশিত হয়েছে বইপত্র প্রকাশন থেকে। প্রচ্ছদ করেছেন অচিন পাখি। সবকিছু মিলিয়ে বলতে হয়, এটি একটি সময়োপযোগী ও ভালো প্রকাশনা।

বাংলাদেশ সময়: ১৬:৪১:২৫   ৫৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ