ওবায়দুল কাদের পদ্মা সেতুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে

Home Page » আজকের সকল পত্রিকা » ওবায়দুল কাদের পদ্মা সেতুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে
শনিবার, ১৯ এপ্রিল ২০১৪



image_35177_0.jpgডেস্করিপোর্টঃযোগাযোগমন্ত্রী ওবায়দুর কাদের ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল শনিবার সকাল থেকে পদ্মা সেতুর উভয় পাড়সহ সেতুর নির্মানাধীন অ্যাপ্রোচ সড়ক, নদীসহ সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় উভয় মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কয়েক দফা বৈঠক করেন। পরে মাদারীপুরের শিবচরের মাদবরচরে নির্মানাধীন অ্যাপ্রোচ সড়কের কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। এ সময় সেতু বিভাগ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্পটির বিভিন্ন তথ্য উপস্থাপন করে বলেন, পদ্মা সেতুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলতি বছরের জুনেই মূল সেতু ও নদী শাসনের কার্যাদেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু হবে। এ বছরই মূল সেতুর কাজ শুরু হয়ে দৃশ্যমান বাস্তবতা দেখতে পাবেন। আর ২০১৭-১৮ অর্থবছরেই মূল সেতুর কাজ শেষ হবে। সেতুটি বাস্তবায়িত হলে ১.২৩ % জিডিপি বৃদ্ধি হবে বলে মন্ত্রী দাবি করেন।পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল পদ্মা সেতু নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে বলেন, পদ্মা সেতুর কাজ যে পরিমাণ অগ্রগতি হয়েছে। এখন আর এটা স্বপ্ন নয়। সময়ের ব্যাপার মাত্র। আমাদের বছরে জাতীয় রাজস্ব আয় এক লাখ ২৫ হাজার কোটি টাকা। এই প্রকল্পে আগামী বছরে লাগবে মাত্র ছয় হাজার কোটি টাকা। যা কোনো পার্সেন্টেজের মধ্যেই পড়ে না। আর এ বছরের বাজেটে এখনো এ সেতুর জন্য প্রায় দুই হাজার কোটি টাকা রয়েছে।

সেতু বিভাগ সূত্রে জানা যায়, পদ্মার মূল সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ হাজার ১৭২ কোটি টাকা, নদী শাসনে প্রায় পাঁচ হাজার ৩৬২ কোটি টাকা ও জাজিরা শিবচর অ্যাপোচ রোড, টোল প্লাজাসহ অন্যান্য ফ্যাসিলিটিজে নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা। অ্যাপ্রোচ সড়ক নির্মাণে জাজিরা পয়েন্টে ২৩ ভাগ ও মাওয়ায় ১৭ ভাগ অগ্রগতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৩১:১৩   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ