চাপে পড়ে এবি সিদ্দিককে ছেড়ে দেয়া হয়েছে

Home Page » আজকের সকল পত্রিকা » চাপে পড়ে এবি সিদ্দিককে ছেড়ে দেয়া হয়েছে
শনিবার, ১৯ এপ্রিল ২০১৪



image_34901_0.jpgডেস্করিপোর্টঃবিভিন্ন চাপে পড়ে স্বার্থসিদ্ধির আগেই অপহরণকারীরা এবি সিদ্দিককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অপহরণকারীরা ভীষণ চাপে ছিল। তাদের স্বাভাবিক মুভমেন্ট বন্ধ হয়ে গিয়েছিল। চতুর্মুখী চাপে পড়েই অপহরণকারীরা এবি সিদ্দিককে ছেড়ে দিয়েছে বলে আমরা মনে করছি। এ জন্য তিনি মিডিয়াসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।এর আগে বেলা ১১ টায় পরিবেশ আইনবিদদের সংগঠন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এবি সিদ্দিককে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয়। সেখানে তাৎক্ষণিক এই সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার। এসময় সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

অপহরণকারীরা তাদের অপরাধের শাস্তি পাবে উল্লেখ করে সৈয়দ নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় সরকারের সর্বোচ্চ মহল থেকেই বারবার তাগিদ দেয়া হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় ফোন করেছেন। ঘটনার পর থেকে এ পর্যন্ত ষোলবার ফোন করেছেন আইজিপি মহোদয়। সুতরাং সবার তৎপরতার কারণে প্রেসারে পড়ে যায় অপহরণকারীরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, যারা এবি সিদ্দিককে নিয়েছিল তারা অভিজ্ঞ। ফেরতও দিয়েছে নিখুঁতভাবে। এখনো পর্যন্ত তারা তাদের প্রমাণ সেভাবে রেখে যায়নি। অপহরণের মোটিভ বিষয়ে তিনি বলেন, কয়েকটি মোটিভ নিয়ে এগোচ্ছি আমরা। এখনো সবকিছুই প্রি-ম্যাচিউরড। তবে গত দেড় দিন এবি সিদ্দিকের কীভাবে কেটেছে সে বিষয় তদন্তের আওতায় আসবে। অপহরণের পর এবি সিদ্দিক চোখে হয়তো কিছু দেখেননি। কিন্তু কানে শুনেছেন অনেক কিছু। এসব বিষয় সামনে রেখে তদন্ত চলবে।

বাংলাদেশ সময়: ৮:৫৫:০৬   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ