৫০ হাজার ইয়াবা উদ্ধার,বন্দুকযুদ্ধে বিজিবির ৪ সদস্য আহত

Home Page » জাতীয় » ৫০ হাজার ইয়াবা উদ্ধার,বন্দুকযুদ্ধে বিজিবির ৪ সদস্য আহত
শনিবার, ১৯ এপ্রিল ২০১৪



শুক্রবার রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া সংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বিজিবি সদস্য খোরশেদ আলম, মিন্টু দাস, মো. মজিদ ও নুরুল ইসলামকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ইয়াবা ব্যবসায়ী মো. ইসমাইল (৪২)। তাকে ঘটনাস্থল থেকে আটক করে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসমাইল মৗলভীপাড়ার নুরু সুলতানের ছেলে।

বিজিবির টেকনাফ-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবর পেয়ে তার নেতৃত্বে রাত ১০ দিকে মৌলভীপাড়ার বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। এসময় ৫/৬ জন লোক একটি নৌকা থেকে নেমে আড়াই নম্বর স্লুইস গেট সংলগ্ন বেড়িবাঁধে উঠে পাশের মাঠের দিকে যাচ্ছিল। এসময় বিজিবি সদস্যরা তাদের থামতে বললে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এভাবে কিছুক্ষণ বন্দুকযুদ্ধের পর ইসমাঈল ছাড়া বাকি ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় বিজিবির ওই ৪ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইসমাঈলকে আটক করা হয়। এসময় সেখান থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় কিরিচ (এক ধরনের অস্ত্র) উদ্ধার করা হয়।

ইসমাইল বিজিবিকে জানান, মিয়ানমার থেকে আনা ইয়াবার চালানটি তারা টেকনাফ নিয়ে যাচ্ছিলেন।

তিনি আরো জানান, বন্দুকযুদ্ধে তাদের আরেক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তিনি গুলিবিদ্ধ অবস্থায় পার্শ্ববর্তী গ্রামে আত্মগোপন করেছেন।

এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা দায়ের করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ৮:৫০:৫৪   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ