কোহলি-যুবরাজ ঝড়ে ব্যাঙ্গালুরুর জয়

Home Page » ক্রিকেট » কোহলি-যুবরাজ ঝড়ে ব্যাঙ্গালুরুর জয়
শুক্রবার, ১৮ এপ্রিল ২০১৪



sports_bg_230901843.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ টি-টোয়েন্টির আসল রূপেই দেখা গেল যুবরাজ সিংকে। শারজায় আগত দর্শকদের চার ছক্কায় মাতালেন ভারতীয় ব্যাটিং তারকা। তার সঙ্গে বিরাট কোহলির ঝড় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে আইপিএলের প্রথম ম্যাচেই ৮ উইকেটের জয় এনে দিল। বৃহস্পতিবার ২০ বল বাকি থাকতে তাদের কাছে হার মানল দিল্লি ডেয়ারডেভিলস।দিল্লি ডেয়ারডেভিলস: ১৪৫/৪ (২০ ওভার)
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ১৪৬/২ (১৬.৪ ওভার)
ফল: ব্যাঙ্গালুরু জয়ী ৮ উইকেটে

১৪৬ রানের লক্ষ্যে নেমে প্রথম দুই ওভারে ৬ রানে প্রথম উইকেট হারায় ব্যাঙ্গালুরু। এরপর ওপেনার পার্থিব প্যাটেলকে নিয়ে ৫৬ রানের দারুণ জুটি গড়েন অধিনায়ক। ব্যক্তিগত ৩৭ রানে প্যাটেল আউট হলে যুবরাজ ও কোহলি মেতে ওঠে ব্যাটিং ঝড়ে।

কে কার আগে হাফ সেঞ্চুরি করতে পারে সেই প্রতিযোগিতায় নেমেছিল দুই তারকা। পাল্লা ভারী ছিল কোহলির দিকে। কিন্তু তাকে এই প্রতিযোগিতায় হারিয়ে ২৮ বলে তিন চার ও পাঁচ ছয়ে ফিফটি মেরে দলকে জেতালেন টি-টোয়েন্টি বিশ্বকাপে সমালোচনার মুখে পড়া যুবরাজ। ২৯ বলে ৫২ রানে খেলছিলেন তিনি।

অপর প্রান্তে ৩৮ বলে দুই চার ও তিন ছয়ে ৪৯ রানে টিকে ছিলেন ম্যাচজয়ী শট খেলা কোহলি।

এর আগে কেভিন পিটারসেনকে ছাড়া আগে ব্যাট করতে নেমে শুরুতেই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখোমুখি হয় দিল্লি। তবে জেপি ডুমিনি ও রস টেলরের শতাধিক রানের অপরাজিত জুটিতে চার উইকেটে ১৪৫ রান করে তারা।

বিধ্বংসী ব্যাটিংয়ের নায়ক ক্রিস গেইলকে ছাড়াই এদিন মাঠে নামতে হয়েছে ব্যাঙ্গালুরুকে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। তৃতীয় ওভার থেকে টানা তিন ওভারে সমান উইকেট তুলে নেয় তার দল।

চার ওভার এক বল শেষে ১৭ রানে দিল্লি হারায় তিনটি উইকেট। মিচেল স্টার্ক, আলবি মরকেল ও বরুণ অ্যারন পান এই উইকেটগুলোর একটি করে।

ডুমিনিকে নিয়ে মুরালি বিজয় সামান্য প্রতিরোধ গড়ে আউট হন ১৮ রানে। ৩৫ রানে চারটি উইকেট হারানো দিল্লিকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় পঞ্চম উইকেট জুটি।

৪৪ বলে দুটি করে চার ও ছয়ে ডুমিনি ফিফটির দেখা পান। টেলরের সঙ্গে অপরাজিত ১১০ রানের জুটি গড়ার পথে তিনি টিকে ছিলেন ৬৭ রানে। ৪৮ বলে চারটি চার ও তিনটি ছয়ে সাজানো এই প্রোটিয়া তারকার ইনিংস।

অপর প্রান্তে নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান অপরাজিত ছিলেন ৪৩ রানে। ৩৯ বলে চারটি চার হাঁকালেও দেখা পাননি কোনো ছয়ের।

ব্যাঙ্গালুরুর পক্ষে বাকি উইকেট নেন যুবেন্দ্র চাহাল। ম্যাচসেরা হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ৯:০২:০২   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ