রাজাকারদের পক্ষে জামায়াতও গান গায় না

Home Page » আজকের সকল পত্রিকা » রাজাকারদের পক্ষে জামায়াতও গান গায় না
শুক্রবার, ১৮ এপ্রিল ২০১৪



image_34633_0.jpgডেস্করিপোর্টঃতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গান অসুরদের বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী হতে প্রেরণা দেয়। গান মানুষকে ভালোবাসতে শেখায়। তাই রাজাকার আর জঙ্গিদের পক্ষে কেউ গান করে না। এমনকি জামায়াতে ইসলামও করে না।’তিনি বলেন, ‘গানের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা দানব। তবে দানবরা দুইদিন দাপাদাপি করে তিনদিনের দিন তাদের দাপাদাপি বন্ধ হয়ে যায়।’

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রে এম এস মাল্টিমিডিয়া লিমিটেডের উদ্যোগে শিল্পী ও প্রকৌশলী ইঞ্জিয়ার আহমেদ মনসুরের কন্ঠে চিরন্তন বাংলাগানের ৬টি অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দেশ এবং দেশের মানুষকে নিয়েই আমাদের সংস্কৃতি একথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের মিডিয়াগুলোর উচিত দেশের সংস্কৃতিকে আরও বেশি করে জাতির সামনে তুলে ধরা।’

তথ্যমন্ত্রী বলেন, বাঙালির সংস্কৃতি এখন খুব বিপদে আছে। এই কিছু দিন আগেও আপনারা যখন পহেলা বৈশাখে মেলার আয়োজন করছেন তখন এটাকে ধর্মবিরোধী বলে এক শ্রেনীর লোক গোপনে গোপনে বোমা তৈরি করেছেন।’

রাজাকারদের নাফরমান ও পাকিস্তানের দালাল অভিহিত করে তিনি বলেন, ‘এদেশের এক নাম্বার মীর জাফরকে আমরা পলাসীর প্রান্তরে দেখেছি, দুই নাম্বার মীর জাফর হলো একাত্তরের রাজাকার, তিন নাম্বার মীরজাফর ১৫ আগস্টের বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যাকারী খন্দকার মোশতাক আর সর্বশেষ চার নাম্বার মীর জাফর হলো জিয়াউর রহমান। যিনি সংবিধান থেকে চারটি মূলনীতি উঠিয়ে দিয়েছিলেন।’

ইনু বলেন, ‘যে মীর জাফরকে মীর জাফর বলতে সাহস করবে না সে দেশকে ভালোবাসতে পারবে না।’অনুষ্ঠানে শিল্পী আহমেদ মনসুরের গানের সিডির মোড়ক উন্মোচন করেন তথ্য মন্ত্রী। এই অ্যালবামগুলো দেশের বরেণ্য ব্যাক্তিদের নামে উৎসর্গ করা হয়েছে।

প্রখ্যাত কণ্ঠশিল্পী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক আজাদ রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিকি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ, সাবেক সচিব মো. শাহজাহান চৌধুরী বীরবিক্রম , বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকার প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ৮:০৮:৫২   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ