বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০১৪



image_34261_0.jpgডেস্করিপোর্টঃঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে তিনি এ শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের প্রধান হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়েও তিনি শ্রদ্ধা জানান। এসময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী ও ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা।শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জিয়াউর রহমান কীভাবে প্রথম রাষ্ট্রপতি হয়? মুজিবনগর সরকার যখন গঠিত হয় তখন বিএনপির সৃষ্টিই হয়নি। জিয়াউর রহমান এ সরকারকে গার্ড অব অনার দিয়েছিলেন। তারা ইতিহাস বিকৃতি করেছে। তরুণ সমাজই ইতিহাস রক্ষা করবে।

আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। পরে সবাই বনানী কবরস্থানে জাতীয় নেতা, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একইভাবে রাজশাহীতে এএইচএম কামরুজ্জামানের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেছেন নেতা-কর্মীরা। দিবসটি উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে বেলা সাড়ে ১১টায় জনসভার কর্মসূচি রয়েছে।

১৭ এপ্রিল মুজিবনগর দিবসটি বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় গৌরবগাঁথার দিন। জাতির জন্য এ দিনটি একটি ঐতিহাসিক দিনও বটে। এ কারণেই বাংলাদেশের জনগণ দিবসটিকে মুক্তিযুদ্ধের প্রারম্ভিকা হিসেবে এবং জাতির চেতনাবোধ জাগ্রতের দিন হিসেবে পালন করে থাকে।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:১৮   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ