রিয়ালকে শিরোপা জেতালেন বেল

Home Page » খেলা » রিয়ালকে শিরোপা জেতালেন বেল
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০১৪



sport_bg_727669952.jpgবঙ্গ-নিউজ :বার্সেলোনার এপ্রিল দুর্দশা অব্যাহত থাকল। আর বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় গ্যারেথ বেলের নৈপুণ্যে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে কোপা ডেল রে শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। বুধবার কাতালানদের বিপক্ষে ২-১ গোলে জিতে মৌসুমের প্রথম শিরোপা জিতল তারা।

১১ মিনিটে অ্যাঞ্জেলা ডি মারিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু ৬৮ মিনিটে মার্ক বারত্রা সমতাসূচক গোলটি করেন বার্সার হয়ে। অতিরিক্ত সময়ে গড়ানোর আভাস মিললেও ওয়েলস তারকার দারুণ গতি ও ফিনিশিংয়ে ১৯তম কোপা জিতল রিয়াল।

ভ্যালেন্সিয়ার স্টেডিয়াম মেস্তায়ায় রিয়ালের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের পরীক্ষা খুব বেশি নিতে পারেনি কাতালানরা। জর্ডি আলবা ও নেইমার ‍দুবার গোলমুখে হেড করেছিলেন। কিন্তু স্প্যানিশ গোলরক্ষক প্রতিহত করেছেন সহজেই।

এদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে বেলকে সহযোগিতার পাশাপাশি ইস্কো মাঝমাঠে ঝড় তুলেছিলেন। আন্দ্রেস ইনিয়েস্তাকে কম সময় বল পায়ে রাখতে দিয়েছেন তিনি।

নিজের ছায়া হয়ে ছিলেন লিওনেল মেসি। একবারই সুযোগ পেয়েছিলেন তিনি। বিরতির চার মিনিট আগে ২০ গজ দূর থেকে নেওয়া ভলি বারের পাশ দিয়ে চলে যায়।

২০১১ সালে হোসে মরিনহোর এই দল কোপা জিতেছিল একই ভেন্যুতে। সেদিনের মতো শারীরিক শক্তির প্রদর্শনী দেখায়নি তারা। পুরোটাই চতুর পরিকল্পনায় এগিয়েছে। কার্লো আনচেলত্তির শিষ্যরা খেলেছে চ্যাম্পিয়নদের মতো করে।

বেল ও বেনজেমার কাউন্টার অ্যাটাক থেকে পাওয়া বলটি বার্সা গোলরক্ষক হোসে ম্যানুয়েল পিন্টোকে পরাস্ত করেন ডি মারিয়া। পরের গোলের দেখা পেতে ম্যাচ সময় নিয়েছেন ঘণ্টাখানেক।

জাভির কর্নার থেকে পেপের মাথার উপর দিয়ে আসা বলটি ৩০ গজ দূর থেকে হেড করে ক্যাসিয়াসকে  ব্যর্থ করেন তরুণ সেন্টার ব্যাক বারত্রা। তিন বছর আগের মতো আবারও ৩০ মিনিট অতিরিক্ত সময়ের পুনরাবৃত্তির চিন্তা মাথায় এসেছিল তাদের।

কিন্তু জ্বলে উঠলেন বেল। অসাধারণ গতি দেখালেন তিনি। ৬০ গজ দূর থেকে বল একাই টেনে নিলেন। তার পেছনে একগুয়ে দৌড় দিয়েছিলেন বারত্রা। ওয়েলস তারকার সঙ্গে পেরে ওঠেননি বার্সা ডিফেন্ডার।  ঠাণ্ডা মাথায় পিন্টোর পায়ের ফাঁক দিয়ে জালে বল জড়ান বেল। আর সর্বশেষ এই গ্যালাকটিকো রিয়ালকে জেতালেন ও নিজেও প্রথম শিরোপার স্বাদ নিলেন।

যায়েদ হাসান সম্রাট, বঙ্গ-নিউজ।

বাংলাদেশ সময়: ১০:২৩:৫৫   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ