মুম্বাইকে হারিয়ে শুভ সূচনা কোলকাতার

Home Page » আজকের সকল পত্রিকা » মুম্বাইকে হারিয়ে শুভ সূচনা কোলকাতার
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০১৪



image_34252_0.jpgডেস্করিপোর্টঃবর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৪১ রানের সহজ জয় তুলে নিয়ে শুভ সূচনা করেছে কোলকাতা নাইট রাইডার্স। বুধবার আবুধাবিতে সব বিভাগে রোহিত শর্মার দলকে পরাস্ত করে এ জয় তুলে নেয় সাকিব আল হাসানরা।
জয়ের জন্য নির্ধারিত ওভারে ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই কোলকাতার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনঠাসা হয়ে পড়ে মুম্বাই। শেষ পর্যন্ত তারা ২০ ওভারে ৭ উইকেটে ১২২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আম্বাতি রায়ডু সর্বেোচ্চ ৪৮ রান করেন ৪০ বল থেকে ৪ চারের সাহায্যে। এছাড়াও অধিনায়ক রোহিত শর্মা ২৭ এবং আদিত্য তারে ২৪ রান করেন।
কোলকাতার পক্ষে ক্যারিবিয় স্পিনার সুনীল নারাইন ৪ ওভারে মাত্র ২০ রানের খরচায় ৪ উইকেট তুলে নেন। এছাড়াও মরনে মরকেল ৪ ওভারে ১৬ রানে ১ সাকিব আল হাসান ৪ ওভার বোলিং করে ২৯ রানে একটি করে উইকেট নেন। জ্যাক ক্যালিস অনবদ্য ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা খেলোয়াড় মনোনীত হন।এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান শিরোপাধারী মুম্বাই ইন্ডিয়ানসকে ১৬৪ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। টস জিতে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৩ রান । শুরুতেই অধিনায়ক গৌতম গম্ভীরকে হারিয়ে হোঁচট খায় কলকাতা। পরে দ্বিতীয় উইকেটে জ্যাক ক্যালিস ও মনিশ পান্ডের ১৩১ রানের জুটিতে ভর করে ১৬৪ রান সংগ্রহ করে তারা। কলকাতার পক্ষে ক্যালিস ৪৬ বলে ৩ ছয় ও ৫ বাউন্ডারিতে ৭২ রান করেন। মনিশ পান্ডে ৬৪ ও যাদব ১৩ রান করেন। মুম্বাই ইুন্ডয়ানসের পক্ষে বল হাতে মালিঙ্গা ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া জহির খান নেন একটি উকেট। তবে বাংলাদেশের তারকা অল রাউন্ডার সাকিব আল হাসান প্রথম দিন ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। ইনিংসের পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১ রান করে ক্যাচ আউট হন তিনি।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে আসরের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ২০১২ সালের শিরোপাধারী কোলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
সংক্ষিপ্ত স্কোর:

কোলকাতা ২০ ওভার ১৬৩/৫ (ক্যালিস ৭২, মনিশ ৬৪, যাদব অপরাজিত ১৩, মালিঙ্গা ৪/২৩, জহির ১/২৩)
মুম্বাই ২০ ওভার ১২২/৭ (রায়ডু ৪৮, রোহিত ২৭, তারে ২৪, নারাইন ৪/২০, মরকেল ১/১৬, চাওলা ১/১৫, সাকিব ১/২৯)

বাংলাদেশ সময়: ৮:২১:৪৮   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ