মিললো সাব্বিরের লাশ!

Home Page » জাতীয় » মিললো সাব্বিরের লাশ!
বুধবার, ১৬ এপ্রিল ২০১৪



কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ sabbir-311x186.jpg‘চলে যাচ্ছি, নেটওয়ার্কের একদম বাইরে’ ফেসবুকে এ স্ট্যাটাস দিয়েই সেন্টমার্টিনের পথে যাত্রা করেছিলেন সাব্বির হাসান। সোমবার সমুদ্রে গোসল করতে নামার পর থেকেই নিখোঁজ হয়ে যান। এ খবরে তার ফেসবুক স্ট্যাটাসে বন্ধুরা তাকে ফিরে আসার আকুল আবেদনও জানায়। তবে বন্ধুদের ডাকে আর সাড়া দেয়া হলো না সাব্বিরের। সমুদ্রের বুক থেকে লাশ হয়েই ফিরে আসতে হচ্ছে তাকে।কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে সাগরে আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ৪ ছাত্রের মধ্যে আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশটি সাব্বির হাসানের (২৩) বলে ধারণা করছেন কোস্টগার্ড।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কাজী হারুন উর রশীদ জানিয়েছেন, সেন্টমার্টিন সৈকতে ভেসে যাওয়া নিখোঁজ ৪ ছাত্রের সন্ধানে গত ৩দিন ধরে কোস্টগার্ড ও নৌ-বাহিনী তল্লাশি অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে বুধবার সকাল ৯টায় আরো এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, “লাশটির শরীরের বিভিন্ন অংশ ঝরে যাওয়ায় সনাক্ত করা কষ্টকর হয়ে পড়েছে। তবে আত্মীয় স্বজনের তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া লাশটি সাব্বির হাসানের।”

সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাশ থেকে সেনাবাহিনী ও কোস্টাগার্ড সদস্যরা লাশটি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় নিখোঁজ আরো ৩ ছাত্রের হদিস এখনো পাওয়া যায়নি।

নিখোঁজরা হলেন- শাহারিয়ার রহমান, উদয় মাহমুদ, গোলাম রহিম বাপ্পী।

সাব্বির হাসান পরিকল্পনা মন্ত্রানালয়ের অতিরিক্ত সাবেক সচিব ও রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকার হাসানুর রহমানের ছেলে।

এর আগে আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের শেষ বর্ষের ৩৪ জন শিক্ষার্থীর একটি দল সেন্টমার্টিন যান। সোমবার বেলা ২টার দিকে কয়েকজন শিক্ষার্থী দ্বীপের জেটি ঘাটের উত্তর-পূর্ব পাশে প্রিন্স হ্যাভেন পয়েন্ট দিয়ে গোসলে করতে সাগরে নামে। এ সময় সমুদ্রসৈকতে ভাটার টানে কয়েকজন ছাত্র ডুবে যায়।

পরে এদের মধ্যে ৫ জনকে উদ্ধার করা হয় এবং চার জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে দুজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১:১৯:০৩   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ