মদ্যপ, নষ্ট প্রিয়াঙ্কা ভোটে দাঁড়ালেই হারতেন: স্বামী

Home Page » বিশ্ব » মদ্যপ, নষ্ট প্রিয়াঙ্কা ভোটে দাঁড়ালেই হারতেন: স্বামী
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪



image_33767_0.jpgডেস্কঃভোটে লড়বেন কি! উনি তো মদ খেয়ে চুর হয়ে থাকেন। ওঁর আর ওঁর স্বামীর যা বদনাম, তাতে নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী ছিল। আর সেটা জানা আছে বলেই বারাণসী থেকে ওঁকে দাঁড়াতে দেওয়া হয়নি।বক্তা বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রহ্মনণ্যম স্বামী। সোমবার কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী ও প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কে এমনই সমালোচনায় মুখর হলেন তিনি।বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে লড়ার ইচ্ছা ছিল বলে সম্প্রতি জানিয়েছেন সনিয়া-তনয়া। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, লোকসভা নির্বাচনে বারাণসী থেকে মোদীর বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু তাঁর প্রস্তাব খারিজ করে দেয় কংগ্রেস নেতৃত্ব।স্বয়ং প্রিয়াঙ্কা অবশ্য এই খবর ভিত্তিহীন বলে মন্তব্য করেন। কিন্তু সেই খবরের ভিত্তিতে আক্রমণ শানানোর সুযোগ হাতছাড়া করেননি গান্ধী পরিবারের কট্টর সমালোচক স্বামী।

এদিন তিনি জানান, প্রিয়াঙ্কা গান্ধী মদের নেশায় প্রায়ই আচ্ছন্ন থাকেন। এই ব্যাপারে তাঁর প্রচুর বদনাম রয়েছে বলে তিনি মন্তব্য। করেন। একই সঙ্গে টেনে আনেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরার নামও। বলেন, স্বামী-স্ত্রী দু’জনেরই বাজারে প্রবল বদনাম। প্রিয়াঙ্কা মানুযকে প্রভাবিত করতেও ব্যর্থ। তাঁর কোনও সমর্থক নেই। স্বামীর দাবি, এ অবস্থায় মোদীর বিরুদ্ধে দাঁড়ালে হার নিশ্চিত বুঝতে পেরেই কংগ্রেস প্রিয়াঙ্কাকে প্রার্থী করতে চায়নি।

প্রসঙ্গত, আমেঠিতে ভাই রাহুল গান্ধীর প্রচারে গিয়ে বিজেপি নেতা তথা তাঁর খুড়তুতো ভাই বরুণ গান্ধী সম্পর্কে তির্যক মন্তব্য করেছিলেন প্রিয়াঙ্কা। তাঁর মতে, বরুণ রাস্থা হারিয়েছেন। তাঁকে অবিলম্বে সঠিক দিশায় ফেরত আনা প্রয়োজন। এদিনের মন্তব্যের মারফত তারই জবাব দিলেন সুব্রহ্মনণ্যম স্বামী। উল্লেখ্য, একদিন আগেই প্রিয়াঙ্কাকে ‘অকৃতজ্ঞ’ বলেছিলেন তিনি। তাঁর মতে, বাবার হত্যাকারীদের সঙ্গে জেলে দেখা করে সেই কথাই প্রমাণ করেছেন রাজীবকন্যা।

বাংলাদেশ সময়: ১০:৫৪:১৪   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ