সন্ধ্যার আগেই বৈশাখের অনুষ্ঠান শেষ করার আহ্বান ডিএমপি’র

Home Page » জাতীয় » সন্ধ্যার আগেই বৈশাখের অনুষ্ঠান শেষ করার আহ্বান ডিএমপি’র
শনিবার, ১২ এপ্রিল ২০১৪



benazir-ahmed_54269.jpgখোকন-বঙ্গ-নিউজ ডটকমঃ সূর্যাস্তের আগেই উন্মুক্ত স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া সাম্প্রতিক অবস্থা বিবেচনায় রেখে পহেলা বৈশাখের অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার।শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এদিকে রমনা বটমূলে বর্ষবরণের প্রস্তুতি শেষ করে এনেছে ছায়ানট। নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট বলেও জানিয়েছেন ছায়ানট কর্মীরা।

আর মাত্র একদিন পরেই বাংলা নতুন বছরের প্রথম দিন- পহেলা বৈশাখ। বরাবরের মতো এবারো বৈশাখের প্রথম প্রহরে ছায়ানটের আয়োজনে রমনা বটমূলে অনুষ্ঠিত হবে বর্ষবরণের অনুষ্ঠান। ছায়ানটের কর্মীরা জানান প্রস্তুতি প্রায় শেষ। এখন চলছে শেষ মূহুর্তের কাজ। তারা বলেন, এবারের বর্ষবরণ আয়োজনের মূল ভাবনায় থাকছে সম্প্রীতি ও স্বদেশ।

এদিকে পহেলা বৈশাখের আয়োজনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ ব্যাপারে নগরবাসীর সহায়তা কামনা করেন। তিনি বলেন, ‘সূর্যাস্তের আগেই উম্মুক্ত স্থানে হওয়া অনুষ্ঠান শেষ এবং সেই স্থান ত্যাগ করার জন্য অনুরোধ করবো।’ তিনি আরও বলেন, ‘নিরাপত্তার কারণে ২২টি স্থানে ব্যারিকেট সৃষ্টি করা হবে যাতে কোনো গাড়ী প্রবেশ করতে না পারে।’

দেশজ সংস্কৃতি বিরোধী কোনো সমাবেশ আয়োজন না করার জন্যও নগরবাসীর প্রতি আহ্বান জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, ‘কেউ যদি এই রকম কোনো কাজ করে তবে সেটি সঙ্গে সঙ্গে আমরা বন্ধ করে দেবো।’

যানজট এবং যেকোনো ধরণের বিশৃঙ্খলা রোধে পুলিশের আইনানুগ নির্দেশনা মেনে চলতে নগরাবাসীর প্রতি অনুরোধ জানান, ঢাকা মহানগর পুলিশ প্রধান।

বাংলাদেশ সময়: ২১:১৭:১১   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ