নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন না দিলে উপযুক্ত জবাব দেয়া হবে: খালেদা

Home Page » জাতীয় » নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন না দিলে উপযুক্ত জবাব দেয়া হবে: খালেদা
শনিবার, ১২ এপ্রিল ২০১৪



url.jpgখোকন-বঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দুর্নীতি, অনিয়ম আর দলীয়করণের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার। ধ্বংস করেছে প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান।’শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগরের কাউন্সিলে বক্তব্য রাখেন তিনি।

এ সময় বেগম খালেদা জিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দ্রুত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে উপযুক্ত জবাব দেয়া হবে।’

তিনি বলেন, ‘আন্দোলনের প্রস্তুতি চলছে, সময়মতো রাজপথে নামা হবে। সরকার নানাভাবে বিএনপির নেতাকর্মীদের হয়রানী করছে। সরকার নানা পন্থায় বিএনপির নেতাকর্মীদের প্রকাশে খুন ও গুম করছে। এজন্য দলীয় নেতাকর্মীদের কঠোর আন্দোলনে যেতে হবে।’

বেগম জিয়া আরও বলেন, ‘রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা আজ স্থবির। এখানে কোনো কাজ হচ্ছে না। আর ব্যাপক দূর্নীতি হচ্ছে সর্বত্র। এই দূর্নীতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’

বেগম জিয়া তাঁর বক্তব্যে পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) যোগ্যতার ভিত্তিতে নয়, স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ করেন।

খালেদা জিয়া বলেন, ‘পাবলিক সার্ভিস কমিশন কী করছে? এখানে যোগ্যতা ভিত্তিক নয়, স্বজনপ্রীতির মাধ্যমে দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতেও দলীয় লোক নিয়োগ দেওয়া হয়। নিরপেক্ষ বা বিএনপিমনাদের নিয়োগ দেওয়া হয় না।’

খালেদা বলেন, ‘এখন বেকার সমস্যা এতো বেশি বেড়েছে যে, যুব সমাজ অপরাধকর্মে জড়িয়ে পড়ছে। যখন মানুষের কাজ থাকে না, তারা জীবন যাপনের কোনো না কোনো ব্যবস্থা করে নেয়।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘দেশে কল-কারখানা ও উৎপাদন হচ্ছে না। বিদেশীরা বিনিয়োগে আগ্রহী নয়। গার্মেন্টস সেক্টর ধ্বংস করে দিয়েছে এই সরকার।’

এ সময় দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ ও সমালোচনা করেন খালেদা জিয়া।

তিনি বলেন, ‘কৃষকরা হতাশ হয়ে পড়ছেন কৃষি উৎপাদনের দাম বাড়ানোতে, বিদ্যুতের দাম বাড়ানোতে। এই সরকারের সময়ে পাটের দুরবস্থা থাকে। এ সরকার শিল্প, কৃষি, প্রশাসন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া নেই। আমাদের সময় পড়ালেখা ছিল। নারীশিক্ষায় আমরা নানা পদক্ষেপ নিয়েছিলাম।’

বর্তমান সরকারের অবস্থা এবং তাঁর দলীয় সরকারের সময়ের অবস্থা তুলনা করে খালেদা বলেন, ‘এখন সব জায়গায় সন্ত্রাস ও টেন্ডারবাজি চলছে। মেধাবী ছেলেরা বেকার বসে থাকলে ভয়াবহ অবস্থায় যাবে দেশ। স্বাধীনতা পরবর্তী সময়ে এই অবস্থা করেছিল বলেই ২১ বছর মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়নি।’

এর আগে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগরের কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন। বেলা ১১টায় মিলনায়তনের বাইরে পায়রা উড়িয়ে এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন করেন তিনি। পরে কাউন্সিলে বক্তব্য রাখেন বেগম জিয়া।

বাংলাদেশ সময়: ২১:০৯:৫৮   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ