এক হাজার যুবকের কর্মসংস্থানের সুযোগ

Home Page » আজকের সকল পত্রিকা » এক হাজার যুবকের কর্মসংস্থানের সুযোগ
শুক্রবার, ১১ এপ্রিল ২০১৪



image_33092_0.jpgডেস্করিপোর্টঃসরকার এক কর্মসংস্থান প্রণোদনা প্রকল্পের আওতায় ১ হাজার যুবকের কর্মসংস্থানে শীর্ষস্থানীয় কয়েকটি আইটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে।
চুক্তি মোতাবেক বিশ্বব্যাংকের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ‘সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাইটেক পার্ক (এসডিকেএইচপি)’ প্রয়োজনীয় আইটি ও আইটিইএস প্রশিক্ষণের জন্য প্রণোদনা হিসেবে ১ হাজার যুবকের প্রত্যেককে ৪০ হাজার টাকা দেবে।
প্রাথমিকভাবে সফটওয়্যার প্রোগ্রামিং ও ওয়েব ডিজাইনসহ বিভিন্ন শাখায় প্রশিক্ষণের পর ৬০৫ যুবককে স্থায়ী চাকরির ব্যবস্থা করতে এসডিকেএইচপি গত ৩ এপ্রিল ১৯টি আইটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে সঙ্গে পৃথক চুক্তি করেছে।
আইসিটি সচিব নজরুল ইসলাম খান বাসসকে বলেন, এটি হচ্ছে আইটি সেক্টরে সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সূচনা।
তিনি বলেন, প্রবৃদ্ধি কর্মসংস্থান ও সরকার পরিচালনার ক্ষেত্রে আইসিটির অবদান উন্নীতকরণের লক্ষ্যে এই প্রকল্প আইটি শিল্পের চাহিদা অনুযায়ী বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে ৩৪ হাজার আইটি কর্মজীবী যুবক তৈরি করবে। সরকার এসব যুবকের স্থায়ী চাকরি নিশ্চিত করতে আইটি শিল্পগুলোকে প্রণোদনা দেবে।
খান বলেন, বিভিন্ন বিভাগ ও জেলায় হাইটেক পার্ক নির্মিত হচ্ছে। এ প্রেক্ষাপটে দক্ষ জনশক্তি গড়ে তুলতে উচ্চমানের প্রশিক্ষণের ওপর জোর দেয়া হচ্ছে। কালিয়াকৈর হাইটেক পার্ক ও যশোর সফটওয়্যার পার্ক ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এসব দক্ষ জনশক্তির সেখানেই কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
আইসিটি সচিব বলেন, এ লক্ষ্য সামনে রেখে সরকার প্রথমে মোট ৭০ হাজার ফ্রিলান্সার তৈরি করতে শিক্ষা ও উপার্জন প্রকল্প চালু করেছে। পরবর্তীতে তাদের অনেককে উদ্যোক্তা ও বিজনেস প্রোসেস আউটসোর্সিং (বিপিও) হিসেবে গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৪৫   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ