হতাশা থেকেই বিএনপি ইতিহাস বিকৃত করছে: আ. লীগ

Home Page » জাতীয় » হতাশা থেকেই বিএনপি ইতিহাস বিকৃত করছে: আ. লীগ
শুক্রবার, ১১ এপ্রিল ২০১৪



hansan.jpgরাসেদুল হাসান লিটন(বঙ্গ-নিউজ)ঃ নির্বাচনে না যাওয়ার হতাশা কাটাতে বিএনপি ইতিহাস বিকৃত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য তুলে ধরেন দলের এই প্রচার সম্পাদক। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘অবৈধ প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যায়িত করেন।

এর দুই সপ্তাহ আগে জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে দাবি করেছিলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, “প্রতিষ্ঠিত সত্য নিয়ে মিথ্যাচার করা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে আমি মনে করি। সংবাদ মাধ্যমে শিরোনাম হওয়ার জন্য বিএনপি এসব অবান্তর কথা বলছে। লন্ডনে বসে তারেক রহমান অর্বাচীনের ন্যায় দাম্ভিকতা দেখান, ঔদ্ধত্য আচরণ করেন।”

“জনগণ হাওয়া ভবনের কর্ণধারকে হাওয়ার মতো ভুলে গেছে। তাই হাওয়া মিয়া মিথ্যাচার করে আলোচনায় আসতে চায়। ৫ জানুয়ারি নির্বাচনের বিএনপির মেরুদণ্ড ভেঙে গেছে। নেতাকর্মীদের হতাশা থেকে দূর করতে তারেক রহমান লন্ডনে বসে ইতিহাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

উচ্চ আদালত জিয়াউর রহমানের শাসনামলকে ‘অবৈধ’ রায় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ইতিহাস নিয়ে তারা অহেতুক বিতর্ক করে। বিএনপির রাজনীতি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। জনবিচ্ছিন্ন হয়ে তারা আজেবাজে বকছে।”

সাবেক পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ বলেন, “যে দলের জন্ম অবৈধ তারা ইহিতাস বিকৃতি করবে এটাই স্বাভাবিক। নির্বাচনের আগের সহিংসতার কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এটা কাটাতেই ইতিহাস বিকৃতি করছে।”

তিনি বলেন, “খালেদা জিয়া ও তারেক রহমামের মতো যারা বিশ্বাস করতে চায় জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তারা বাংলাদেশের দীর্ঘ মুক্তিসংগ্রামকে অস্বীকার করে।”

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বলেও জানান হাছান মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৪:০৮:৩৩   ২৮২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ