শুরু হয়েছে তৃতীয় দফার ভোট, নজরে দিল্লি

Home Page » জাতীয় » শুরু হয়েছে তৃতীয় দফার ভোট, নজরে দিল্লি
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০১৪



image_32660_0.jpgডেস্কঃভারতের রাজধানী দিল্লিতে শুরু হলো ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার সকাল থেকে দিল্লির ৭টি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১ কোটি ২৭ লাখ ৬০ হাজার ৩৭২ জন।এদিন সকাল থেকেই গরমের হাত থেকে বাঁচতে সকাল সকাল ভোট দিতে এসেছে আম জনতা। গতকালই মুখ্য নির্বাচনী আধিকারিক বিজয় দেব জানিয়েছেন, দিল্লিতে ৪০০-রও বেশি স্পর্শকাতর ও ৯০টি অতি-স্পর্শকাতর ভোট কেন্দ্র রয়েছে।‌ এই কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তাসহ ভোটগ্রহণ চলছে। বুথে বুথে রয়েছে ভিডিয়োগ্রাফির ব্যবস্থাও৷‌ এখনও বড় কোনও অশান্তির খবর নেই।

রাজধানীতে এবারও রয়েছে তারকার ছড়াছড়ি। কংগ্রেসের অজয় মাকেন, কপিল সিবাল, শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতের পাশেই নয়াদিল্লি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ করে দেবে আজকের ভোট।

এদিন ১১টি রাজ্যের মোট ৯২টি কেন্দ্রে ভাগ্য পরীক্ষা চলেছে ১৪১৮ জন প্রার্থীর। ভোট চলছে উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতেও। এই দফার নির্বাচনে হেভিওয়েট প্রার্থীর সংখ্যাও একেবারে কম নয়।লোকসভার স্পিকার মীরা কুমার, কপিল সিবাল, কমল নাথ, শশী থারুর-সহ সাত কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্য নির্ধারন করছেন প্রায় ১১ কোটি ভোটার।

বিজেপির হেভিওয়েটদের তালিকায় নাম রয়েছে- কিরণ খের, প্রাক্তন সেনা প্রধান ভি কে সিং, ড হর্ষবর্ধন।

আমআদমি পার্টির তালিকাও একেবারে এড়িয়ে যাওয়ার মতো নয়। গুল পনাগ, আশুতোষ, শাজিয়া ইলমির মতো গেম চেঞ্জাররা ভোটে লড়ছেন৷

ঝাড়খণ্ডে চারটি কেন্দ্র লোহারদগা, পালামৌ, চতরা ও কোডারমাতেও ভোট চলছে৷‌ ৫৬ লাখ ভোটার ৭০৫৮ বুথে ভোটাধিকার প্রয়োগ করছেন ঝাড়খন্ডে৷‌ গত মঙ্গলবার বিকেল চারটেয় এখানে শেষ হয়ে যায় ভোট-প্রচার৷।

উল্লেখ্য, চারটি জায়গাই মাওবাদী-অধ্যুষিত। লোহারদগায় তৃণমূলের প্রার্থী চমরা লিন্ডার হয়ে প্রচারে এসেছিলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷‌ তবে তৃতীয় দফার নির্বাচনের সবথেকে কঠিন অধ্যায় ছত্তিসগড়ের মাওবাদী অধ্যুষিত বস্তার। কমিশনের কড়া নিরাপত্তা সত্ত্বেও এখনও ভোটদানের হার এই এলাকায় বেশ কম। ১৩ লাখ ভোটার থাকলেও, আজ দিনের শেষে কত জন বুথমুখি হবেন, তা নিয়ে চিন্তায় রয়েছে কমিশন।

বাংলাদেশ সময়: ১০:৩১:২৯   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ