কক্সবাজারে ১ মণ স্বর্ণালঙ্কার উদ্ধার

Home Page » জাতীয় » কক্সবাজারে ১ মণ স্বর্ণালঙ্কার উদ্ধার
সোমবার, ৭ এপ্রিল ২০১৪



image_31996_0.jpegডেস্করিপোর্টঃকক্সবাজারের চকরিয়া উপজেলার একজন মহাজনের ঘরে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এক মণেরও বেশী ওজনের বন্ধকী স্বর্ণালংকার উদ্ধার করেছে। সেই সাথে মহাজন নন্দরাম ধর ও তার দুই পুত্র পলাশ ধর এবং সুমন ধরকে আটক করা হয়েছে। গতরাত (রবিবার দিবাগত রাতে) ১ টায় এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে একজন সংবাদকর্মী লাঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিজিবি সদস্যরা সংবাদকর্মীর ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী বিজিবি ১৭ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল খন্দকার সাইফুল ইসলাম আজ সোমবার জানান, আমাদের নিকট খবর ছিল চকরিয়া পেৌর এলাকার বাসিন্দা নন্দরাম ধরের ঘরে বিপুল পরিমান স্বর্ণ রয়েছে।এ কারনে আমরা একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়েছি ঘরটিতে। রাতের কয়েক ঘন্টা ব্যাপি সময় নিয়ে মহাজন নন্দরাম ধরের ঘর থেকে ১৪ বস্তা ভর্ত্তি স্বর্ণালংকার উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে আসি। বিজিবি ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার আরো জানান, উদ্ধার করা স্বর্ণালংকারের মধ্যে কেবল ২০ গ্রাম ওজনের একটি বার পাওয়া গেছে। সব মিলে স্বর্ণালংকারের পরিমাণ এক মণের চেয়েও বেশী হবে। চকরিয়া থানায় এসবের পরিমাপ এবং সিজার লষ্টি করার কাজ চলছে।

এদিকে অভিযোগ উঠেছে, বিজিবি স্বর্ণ ব্যবসায়ী ও মহাজন নন্দরাম ধরের ঘরের দরজা ভেঙ্গে ঢুকে তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করেছে। এসবের ছবি তুলতে গিয়ে লাঞ্চিত হয়েছেন কালের কন্ঠের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ। বিজিবি সদস্যরা তার ক্যামেরা এবং মোবাইলটিও ছিনিয়ে নিয়েছে। তবে বিজিবি কমান্ডিং অফিসার বলেছেন, সাংবাদিক ছোটন কান্তি নাথের ক্যামেরা ও মোবাইর ফিরিয়ে দেয়া হবে। ওদিকে বিজিবি সদস্যদের মারধরে আহত মহাজন নন্দরাম ধরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সা দেয়া হয়েছে।

মহাজন নন্দরাম ধরের স্ত্রী পারুল বালা ধর অভিযোগ করেছেন, তার স্বামী লাইসেন্স নিয়েই মহাজনি ব্যবসা করেন। তাদের ঘর থেকে উদ্ধার করা স্বর্ণালংকার স্থানীয় গ্রামবাসীর বন্ধকী স্বর্ণ। গ্রামের বউ-ঝিয়ের স্বর্ণালংকারগুলো বিপদে আপদে পড়ে পরিবারের লোকজন মহাজনের নিকট বন্ধক দিয়ে রাখেন। পরে টাকা পরিশোধ করে সেই স্বর্ণালংকার আবার ফেরত্ নিয়ে যান। তিনি বলেন, তার স্বামী দীর্ঘকাল ধরেই বৈধভাবে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন জানান, একজন মহাজন তার ঘরে এত বিপুল পরিমাণ স্বর্ণ রাখে কিভাবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কেননা এ বিপুল পরিমান স্বর্ণ নিয়ে অনেক বড় ঘটনাওতো ঘটে যেতে পারতো। আমি এখন থেকে সব মহাজনদের এভাবে আইনের আওতায় আনবো।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৪৬   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ