টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ। সন্ধা ৭টায় মিরপুর শেরেবাংলায় খেলাটি অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের জন্য লড়বে এশিয়ার সেরা দু’দল। শিরোপা জয়ের আক্ষেপ ঘুচাতে চায় শ্রীলঙ্কা। একাধিকবার বিশ্বকাপের ফাইনালে খেলেও ট্রফি জিততে পারেনি লঙ্কানরা। অন্যদিকে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলার সন্নিকটে ভারত। মহেন্দ্র সিং ধোনির টার্গেট শিরোপা পুনরুদ্ধার করা।একই দিনে, একই ভেন্যুতে মেয়েদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে। ছেলেদের ফাইনাল সন্ধ্যায় হলেও, মেয়েদের খেলাটি হবে দুপুর আড়াইটায়। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ছেলেরা বিশ্বকাপে সুবিধে করতে না পারলেও মেয়েরা সফল। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল।
মেয়েদের বিশ্বকাপ এখনও সেভাবে জমে উঠেনি। ছেলেদের বিশ্বকাপই উত্তেজনা ছড়াচ্ছে। আজকে ফাইনাল ম্যাচটি ভারত-শ্রীলঙ্কা উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে লঙ্কানদের জন্য। কারণ বিশ্বকাপ চলা অবস্থায় টি-টোয়েন্টির সীমিত ওভারের ক্রিকেট থেকে, অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা।
ক্ষুদ্র ওভারের ফর্মেটের বিশ্বকাপে দলকে শিরোপা তুলে দিয়ে অবসরের ইতি টানতে পারলে বাকি জীবনটা উজ্জ্বল করে রাখতে পারবেন মাহেলা-সাঙ্গাকারা। তাই তাদের জন্য আজ এটি বিশেষ লড়াই।
এশিয়া মহাদেশে শিরোপা রাখতে পেরে খুশি ক্রিকেটারসহ দর্শকরাও। এখন ট্রফি জিতবে কারা তা সময়ই বলে দিবে। তবে অতীত রেকর্ড কিছুটা হলেও ভারতের পক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এযাবত উভয় দল পাঁচবার মুখোমুখি হয়েছে। এতে তিনবার ভারত। আর শ্রীলঙ্কা জিতেছে দু’বার। অতীত আসলেই অতীত। অতীত রেকর্ড কখনই ম্যাচ জেতাতে পারে না। দিনের খেলায় যারাই নিজেদের সেরাটা মেলে দিতে পারবে জয় তাদেরই হবে।
ভারতের বিরাট কোহলি খুব ফর্মে। এছাড়া রোহিত শর্মা, সুরেশ রায়না, আজিঙ্ক রাহানে এবং ধোনির ব্যাট জ্বলে উঠলে রেহাই মিলবে না লঙ্কানদের। অন্যদিকে বোলিং ডিপার্টমেন্টে স্পিনার অমিত মিশ্র, রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দও জাদেজারা আলো ছড়াতে পারলে ট্রফি ভারতে চলে যাবে। এছাড়া পেস বোলিং গতি ছড়াবেন ভুবেনেশ্বর কুমার।
শ্রীলঙ্কাও ছাড় দিয়ে কথা বলবে না। বাংলাদেশে তারা প্রায় তিনমাস অবস্থান করেছে। এদেশের আবহাওয়া ও উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে লঙ্কানরা। বাংলাদেশ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এশিয়া কাপ ট্রফি জিতে আগেই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে শ্রীলঙ্কা। এখন বিশ্বকাপের ট্রফি জিততে পারলে তাদের শেষ প্রত্যাশাটা পূরণ হবে। আজ কুশাল প্যারেরা, তিলকরতে দিলশান, মাহেলা-সাঙ্গাকারা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসরা জ্বলে উঠতে পারলে জয় পেতে ব্যাক পেতে হবে না লঙ্কানদের। এছাড়া বোলিং বিভাগে লাসিথ মালিঙ্গা, রঙ্গনা হেরাথ ও সচিত্র সেনানায়েকতো রয়েছেনই।
বাংলাদেশ সময়: ১৩:৫১:২২ ৪৩৮ বার পঠিত