সংসদে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল উত্থাপন

Home Page » আজকের সকল পত্রিকা » সংসদে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল উত্থাপন
বুধবার, ২ এপ্রিল ২০১৪



image_31214_0.jpgতমালবঙ্গ-নিউজডটকমঃসাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-২০১৪’ নামের একটি বিল উত্থাপন করা হয়েছে। এই ট্রাস্ট দুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বলে উত্থাপিত বিলে উল্লেখ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। কমিটিকে বিলটি যাচাই-বাছাই করে ১৫ দিনের মধ্যে সংসদে রিপোর্ট দিতে বলা হয়েছে।বিলটি পাস হওয়ার পর সরকার দ্রুত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নামের একটি ট্রাস্ট স্থাপন করবে। যার প্রধান কার্যালয় থাকবে ঢাকায়। আর ট্রাস্ট পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হবে। তথ্যমন্ত্রী এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পাবেন। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সরকার একজনকে নিয়োগ করবেন। এই বোর্ডের সদস্য থাকবেন- তথ্যসচিব, প্রধান তথ্য অফিসার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মনোনীত মহাপরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি, অর্থ বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পিআইবি মহাপরিচালক, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস), বিএফইউজের দুজন প্রতিনিধি এবং সরকার মনোনীত তিনজন সাংবাদিক।

বিলে বলা হয়েছে, ট্রাস্ট স্থাপনের পর সরকার অনুদান হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। সরকার প্রদত্ত অনুদান ছাড়াও স্থানীয় কর্তৃপক্ষ প্রদত্ত অনুদান, গৃহীত ঋণ, ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠান ও সম্পদ থেকে আয়, ট্রাস্টের সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ এবং দেশি-বিদেশি অন্যান্য উৎস্য থেকে পাওয়া অর্থ ট্রাস্টের তহবিলে জমা হবে। আরো বলা হয়েছে, দুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের কল্যাণের জন্য এই ট্রাস্টের লক্ষ্য হবে অক্ষম ও অসমর্থ সাংবাদিকদের আর্থিক সাহায্য প্রদান, অসুস্থ সাংবাদিকদের সুচিকিৎসার নিশ্চিত করা এবং সাংবাদিক ও তাদের সন্তানদের বৃত্তি প্রদান করা।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, অসুস্থ, অস্বচ্ছল ও আহত সাংবাদিকদের মধ্যে এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুকূলে নিয়মিত সহায়তা প্রদান ও তাদের কল্যাণের জন্য একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। সেই লক্ষ্যে এই বিলটি আনা হয়েছে।

‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন-২০১৪’ পরীক্ষা-নিরীক্ষা শেষে সংসদে প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি টিপু মুনশি আজ এই প্রতিবেদন জমা দেন। গত রবিবার রাতে জাতীয় সংসদে এই বিলটি উত্থাপনের পর সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলে বিদ্যমান দ্রুত বিচার আইনের মেয়াদ পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫০:৪২   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ