পাকিস্তানকে উড়িয়ে সেমিতে ক্যারিবীয়রা

Home Page » ক্রিকেট » পাকিস্তানকে উড়িয়ে সেমিতে ক্যারিবীয়রা
মঙ্গলবার, ১ এপ্রিল ২০১৪



west-indeis-311x186.jpgবঙ্গ-নিউজ :চ্যাম্পিয়নের মতো খেলেই সেমিতে উঠলো ক্যারিবীয়রা। পাকিস্তানকে ৮৪ রানের ব্যবধানে উড়িয়ে চ্যাম্পিয়নের দৌড়ে সামিল হলো স্যামির দল। টি-টোয়েন্টিতে এটিই ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় জয়।

গ্রুপ দুই-এর এই ম্যাচটির মাধ্যমেই এ গ্রুপ থেকে কে সেমিফাইনালে যাবে, সে সিদ্ধান্ত হতো। দুদলের সামনেই তাই সমান সুযোগ ছিলো। ১৬৬ রানের জবাবে পাকিস্তান মাত্র ৮২ রানে অলআউট হয়ে সে সুযোগ মাটি করে দিয়েছে। পক্ষান্তরে অস্ট্রেলিয়াকে হারানোর পর পাকিস্তানকেও বিদায় করে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শিরোপা নিজেদের কাছেই রেখে দেওয়ার নীরব ঘোষণাই করলেন গেইলরা।

ম্যাচে আগে ব্যাটিং করে ডোয়াইন ব্র্যাভো এবং ড্যারেন স্যামির দুটি চল্লিশোর্ধ্ব ইনিংসে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ১৬৬ রান। শেষ পাঁচ ওভারে ৮২ রান নিয়ে পাকিস্তানের উপর পাহাড়প্রমাণ চাপ প্রয়োগ করে ক্যারিবীয়রা।

পরে জবাব দিতে নেমেই পাকিস্তান বুঝিয়ে দেয়- দিনটি আসলে তাদের না! মাত্র ৩৭ রানের মধ্যেই পড়ে যায় পাঁচ উইকেট। এই বিপর্যয় কাটিয়ে ১৬৭ রান করা সম্ভব ছিলো না। পরাজয় কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিলো।

শেষ পর্যন্ত ১৭ ওভার পাঁচ বলে থেমে গেছে পাকিস্তানি ইনিংসের দম। তিন করে উইকেট নিয়ে পাকিস্তানের বিদায় সুনিশ্চিত করেছেন সুনিল নারাইন ও স্যামুয়েল বাদ্রি। দুটি করে উইকেট  নিয়েছেন ক্রিশমার সানতোকি ও অ্যান্দ্রে রাসেল। উইকেটের পিছনে দুরন্ত ছিলেন দিনেশ রামদিন। চার চারটি স্টাম্পিং করে পাকিস্তানের ব্যাটিং ধসে তিনিও নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।

যায়েদ হাসান সম্রাট, বঙ্গ-নিউজ।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০২   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ