শিশুদের রাজনৈতিক ব্যবহারে বিরত থাকুন: ইউনিসেফ

Home Page » জাতীয় » শিশুদের রাজনৈতিক ব্যবহারে বিরত থাকুন: ইউনিসেফ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৩



unicef20130426013009.jpgবঙ্গ-সনিউজ ডটকম: সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের সামনে রেখে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের সংবাদ ও চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। শুক্রবার ইউনিসেফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিগত কয়েক সপ্তাহ ধরে দাবি জানানোর উপায় হিসেবে রাজনৈতিক দলগুলো শিশুদের সামনে রাখছে। এ বিষয়ে ইউনিসেফ প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ বলেন, “রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য শিশুদের ব্যবহার বন্ধ হওয়া উচিত।” তিনি রাজনৈতিক দলগুলোকে শিশুদের ব্যবহার বন্ধ রাখার জন্য আহ্বান জানান। বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, হরতাল বা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সময় শিশুদের যেন বিরত রাখা হয়। তিনি বলেন, রাজনৈতিক সমস্যা থেকে শিশুরা যেন নিরাপদ থাকে সে বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশ শিশু অধিকার সনদ(সিআরসি) স্বাক্ষরদানকারী দেশ। শিশুদেরকে সব ধরনের শারীরিক বা মানসিক সহিংসতা, আঘাত বা হয়রানি, অবহেলা জনিত ব্যবহার, র্দুব্যবহার বা শোষন থেকে নিরাপদ রাখতে হবে। রাজনৈতিক সমাবেশে শিশুদের ব্যবহার করা হলে তারা শারীরিক এবং মানসিক সহিংসতা ও আঘাতজনিত ঝুঁকির সম্মুক্ষীণ হতে পারে। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের জাতীয় শিশু নীতি-২০১১ তে স্পষ্ট করে বলা আছে, শিশুদের রাজনৈতিক কাজে ব্যবহার করা যাবে না, তাদেরকে এ ধরনের কাজে প্রলুদ্ধ বা বাধ্য করা যাবে না। বিবৃতিতে শিশুদের সব ধরনের সহিংসতা থেকে দূরে রাখা এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে চলমান সমস্যা সমাধানের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। শিশুদের সাধারণ কর্মকাণ্ড যেমন স্কুলে যাওয়া, খেলাধূলাসহ বিভিন্ন ধরনের গঠনমূলক ও সৃজনশীল কাজে অংশগ্রহনের সুযোগ করে দেওয়ার জন্য বিবৃতিতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪:১৬:৩৮   ৪৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ