মন ভালো রাখাতে উপায়

Home Page » এক্সক্লুসিভ » মন ভালো রাখাতে উপায়
সোমবার, ৩১ মার্চ ২০১৪



pic-3.jpgপ্রতিযোগিতার দৌড়ে সকলেই ব্যস্ত৷ প্রাণ খুলে হাসার সময়টাই যেন হারিয়ে গেছে৷ তার উপর আবার কাজের চাপ ফলে বড়ছে স্ট্রেস, মানসিক অবসাদ৷ কিন্তু ভালো তো থাকতেই হবে৷ সহজ কয়েকটা উপায় মেনে চললেই মানসিক প্রশান্তি পেতে পারেন অনায়াসে৷ কলকাতা২৪x৭ এর পাতায় আপনাদের জন্য রইল ভালো থাকার সহজ ২০টি উপায়৷• মন ভালো রাখতে চাইলে হাসি সবচেয়ে উল্লেখযোগ্য উপায়৷ তাই কারণ থাকুন চাই না থাকুক প্রাণ খুলে হাসুন৷ হাসি মস্তিষ্কে এন্ডরফিনের মাত্রা বাড়ায় যা মানসিক শান্তি প্রদান করে৷

• আপনার জীবন আপনার নিজের৷ তাই নিজে যা ভাবছেন তাই করুন৷ কারোর জন্য নিজের ভাবনা-চিন্তা, কথা বলার ধরন বদল করবেন না৷

• নিজের জীবদ্দশায় ঠিক কি কি করতে চান তার একটা লিস্ট তৈরি করুন৷ এতে আপনার লক্ষ্য স্থির হবে৷ মনসংযোগ বাড়বে এবং আপনি নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী বলে মনে করবেন৷

• দিনের কোনো মজার ঘটনা লিখে রাখুন৷ মন খারাপ হলে সেই পাতাগুলোর উপর একবার চোখ বুলিয়ে নেবেন৷ দেখবেন এক নিমেষে মন ভালো হয়ে যাবে৷

• পাড়াপ্রতিবেশির সঙ্গে কুটকচালিতে যাবেন না৷ পর নিন্দা করে আখেরে মনের শান্তি খুঁজে পাওয়া যায়না৷ তারচেয়ে বরং নিজের বাড়ির লনে বসেই খানিকটা সময় নিজেকে নিয়ে কাটান৷

• নতুন বন্ধু তৈরি করুন৷ নতুন কারোর সঙ্গে বন্ধুত্ব হলে মনে নতুন অনুভূতির সৃষ্টি হয়৷

• নিজের বাড়ি বা অফিসের ডেস্ক সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন৷ জামা কাপড়, বই, ম্যাগাজিন সবই নিজের জায়গায় রাখুন৷ পরিচ্ছন্নতা মন ভালো রাখে৷

• মন ভালো রাখতে নিজের জন্য রান্না করুন৷ অনেকটা নিজেকে নিজে ট্রিট দেয়ার মতো৷ নতুন কোনো রেসিপি ট্রাই করে দেখতেই পারেন৷

• কোনো সমস্যার প্রতিকারে নিজেই তার উপায় বের করুন৷ অন্য কারোর উপর নির্ভর করলে মনে খুঁতখুঁতুনি থেকেই যায়৷ অন্যকে দোষারোপও করতে হতে পারে৷ তাই নিজের ভাবনা নিজেই ভাবুন৷

• নিজের ভাবনা চিন্তাকে আগে আপনাকে নিজেকেই সম্মান জানাতে হবে৷ দু নৌকায় পা রেখে চলা যায় না৷ তাই যা করবেন মনে মনে স্থির করে নিন৷

• ভালো চাকরি সকলেই চান, তবে কাজের মজা না থাকলে পয়সা হয়তো আয় করবেন ঠিকই কিন্তু মন ভালো হবে না৷ তাই নিজের কাজ এবং কাজের জায়গাকে উপভোগ করুন৷ এতে কাজ করার ইচ্ছেও যেমন বাড়বে তেমনই মনও ভালো থাকবে৷ আর কাজের মাঝে যদি একঘেয়েমি চলে আসে তবে টুক করে একটা ছুটি কাটিয়ে আবার কাজে যোগ দিন৷ দেখবেন মন খারাপ একেবারে বেপাত্তা হয়ে যাবে৷

• মন ভালো রাখার সবচেয়ে ভালো উপায় মেডিটেশন৷ এছাড়াও গভীর নিঃশ্বাস নেয়ার অভ্যাস করতে শুরু করুন৷ এতে মনে শান্তি আসবে৷

• মন ভালো রাখার একটি ভালো উপায় বাগান করা৷ নিজের বাড়িতে বা ছাদে নিজের পছন্দ মতো ফুলের চারা লাগান, আর নিজেই তার পরিচর্যা করুন৷ ফুলের কড়ি যেই ফুটবে ওমনি আপনার সব দুঃখও পালাবে৷

• নিজের ভাবনা চিন্তা অন্যদের সঙ্গে শেয়ার করুন৷ সে বিষয়ে তারা কী ভাবছে তাও জানুন৷ এতে আপনার ভাবনাও যেমন বদলাবে তমনই মন ভালো হবে৷

• না শব্দকে অভিধান থেকে ছেঁটে ফেলুন৷ কখনো নেগেটিভ চিন্তা ভাবনা মনে আনবেন না৷ বিশ্বাস রাখুন আপনি পারবেন৷ তবে আপনাকে হারানো অন্যদের ক্ষেত্রে অনেকটা মুশকিলই হবে৷

• না বলতে শিখুন৷ কেউ কিছু চাইলেই তাকে দিয়ে দেন নিজের প্রিয় জিনিস আর তারপর হাত কামড়ানো ছাড়া উপায় থাকে না৷ তাই নিজের পছন্দের জিনিষ কেই চাইলে না বলাটা আপনাকে অভ্যাস করতেই হবে৷

• সময়ের অভাবে গান শুনতে পারেন না এমন সব অভিযোগ অনেকরই৷ তবে মন ভালো রাখতে গেলে মনপসন্দ গান শুনতেই হবে৷ যখন নিজেকে একটু ডাউন বলে মনে হবে গান শুনে নিন মন একেবারে চাঙ্গা হয়ে উঠবে৷

• সপ্তাহে একদিন এমন যায়গায় ঘুরে আসুন যেখানে শান্তি আছে, বা মানুষের ভিড় অনেক কম৷ এতে মনে প্রশান্তির সৃষ্টি হয়৷ তবে তাই বলে একেবারে শহর ছেড়ে অন্য কোথাও পাড়ি দিতে হবে তা নয় , নিজের শহরেই একটা শান্ত পরিবেশ খুঁজে নিতেই পারেন৷

• নিজের মনে ইচ্ছেকে কখনো মনে চেপে রাখবেন না৷ মন যা চায় তাই করুন, দেখবেন তাতে আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়বে৷

• মন ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুম একান্ত দরকার৷ খাবারের সময় বদল করবেন না৷ আর প্রতিদন অন্তত আট ঘণ্টা ঘুম খুবই জরুরি৷ ঘুম আর খাওয়া ঠিক থাকলে আপনার মন এমনিই ভালো থাকবে৷- ওয়েবসাইট।

বাংলাদেশ সময়: ১৩:৪২:৫৭   ৫২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ