দুর্দান্ত ভারত,দিশাহীন অস্ট্রেলিয়া

Home Page » ক্রিকেট » দুর্দান্ত ভারত,দিশাহীন অস্ট্রেলিয়া
সোমবার, ৩১ মার্চ ২০১৪



5338463a5276e-india.jpgবঙ্গ-নিউজ :হ্যাঁ এই ভারতকে নতুনই বলতে হবে। ক্রিকেটের আধুনিক সংস্করণ টি-টোয়েন্টির বিশ্বকাপে ভারত তাদের ব্যাটিং নয়, বরং বোলিং শক্তিমত্তা প্রদর্শন করেই জয়ের ধারা অব্যাহত রেখেছে। নতুন ভারতের এই উদ্ভাসিত বোলিংয়ে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে মাত্র ১৬০ রানের টার্গেট দিয়ে ৭৩ রানে দিতেছে ধোনি বাহিনী। আর এই অসাধারণ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং অমিত মিশ্র।

যে ভারতের ব্যাটসম্যানদের হাতে বছরের পর বছর খুন হয়েছেন বোলাররা। সেই টি-টোয়েন্টির পরাশক্তি, দীর্ঘ ব্যাটিং লাইন আপের ভারত এবার তাদের চিরায়ত ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিং করেছে। বিশ্বকাপের কোন ম্যাচেই ভারতের প্রতিপক্ষরা ১৪০ রান করতে পারেনি। এই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন ৩ ওভার ২ বলে মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আর আরেক স্পিনার অমিত মিশ্র নিয়েছেন ২টি উইকেট।

অসিরা ১৬০ রানের টার্গেটে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ভারতে স্পিন আক্রমণের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি অসিরা। সর্বোচ্চ ২৩ রানের করেছেন দারুণ ফর্মে থাকা ম্যাক্সওয়েল। এছাড়া ওয়ার্নার এবং হজ ছাড়া দুই অঙ্কের ঘরে কেউ পৌঁছাতে পারেনি। ১৬ ওভার ২ বলেই অলআউট হয় অসিরা।

এর আগে ক্যান্সার থেকে ফিরে আসা যুবরাজের ব্যাটে ভর করে ১৬০ রানের মাঝারি টার্গেট দেয় টিম ইন্ডিয়া। সর্বোচ্চ ৬০ রানের নান্দনিক একটি ইনিংস খেলেছেন যুবরাজ। ৪৩ বলে পাঁচ চার ও চারটি ছয়ে তিনি ইনিংসটি সাজান। যুবরাজের পর দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ধোনি। ২০ বলে ২৪ রান করেছেন তিনি। এ ছাড়া ২৩ রান করেছেন বিরাট কোহলি।

এ ম্যাচে পরাজয়ের ফলে মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বিদায় ঘণ্টা বেজে যায় অস্ট্রেলিয়ার। সবগুলো ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে চলে যায় ভারত।

যায়েদ হাসান সম্রাট, বঙ্গ-নিউজ ।

বাংলাদেশ সময়: ০:৫৭:৪৪   ৪৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ