বিমানকে লাভজনক করতে কাজ করতে হবে,প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Home Page » আজকের সকল পত্রিকা » বিমানকে লাভজনক করতে কাজ করতে হবে,প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০১৪



image_66141pm-5.jpgবঙ্গ-নিউজ ডটকমঃবাংলাদেশ বিমানকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হওয়া চতুর্থ বোয়িং ৭৭৭-৩০০ ইআর ‘রাঙা প্রভাত’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমান শুধু সেবাদানকারী প্রতিষ্ঠান নয়, বাণিজ্যিক প্রতিষ্ঠানও। তাই বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এ জন্য এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, বাইরে থেকে কার্গো উড়োজাহাজ ভাড়া করে কাজ করা হয়। এতে লাভ করা সম্ভব নয়। তাই কার্গো উড়োজাহাজ কেনা দরকার। এতে আমদানি-রপ্তানিকারকরা উপকৃত হবে।
শেখ হাসিনা বলেন, বিমান শুধুমাত্র একটি সেবাদানকারী সংস্থা নয়, এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানও। তাই একে লাভজনক করা না গেলে তা বন্ধ হয়ে যাবে। তখন সবাইকে চাকরি হারাতে হবে। এটি মাথায় রেখেই সবাইকে কাজ করতে হবে। কর্মীদের দক্ষ নেতৃত্বেই বিমান আন্তর্জাতিকমানের সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উড়োজাহাজটি ঘুরে দেখেন। বিমানমন্ত্রী রাশেদ খান মেনন ও বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ফেব্রুয়ারিতে বিমানের বহরে যোগ হওয়া তৃতীয় বোয়িং ৭৭৭-৩০০ ইআর (আকাশ প্রদীপ) এরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে বিমানের বহরে থাকা সবচেয়ে পুরাতন উড়োজাহাজ ডিসি-১০ কে বিদায় জানানো হয়।
গত ২৩ মার্চ রাঙা প্রভাত ঢাকা পৌঁছে। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে উড়োজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাঙা প্রভাতকে নিয়ে বিমান বহরের নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল চার-এ। আগামী বছরের শেষের দিকে বিমানের বহরে যুক্ত হবে আরো দুইটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ।
উড়োজাহাজটি আনতে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, এয়ারলাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল, পরিচালনা পর্ষদ সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন আহমেদসহ বিশাল বহর যুক্তরাষ্ট্রে গিয়েছিল। রবিবার উড়োজাহাজের সঙ্গে তারা ঢাকায় পৌঁছান। গত ৬ ফেব্রুয়ারি বিমানের তৃতীয় বোয়িং ‘আকাশ প্রদীপ’ বিমানবহরে যুক্ত হয়। উড়োজাহাজের সংখ্যা বৃদ্ধির ফলে ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাওয়া রুটসহ আরো অন্যান্য নতুন রুট চালু হবে বলে আশা করছে বিমান।
এর আগে ২০১১ সালে ‘পালকি’ ও ‘অরুণ আলো’ নামে বিমানের প্রথম ও দ্বিতীয় বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমান বহরে যুক্ত হয়। নতুন প্রজন্মের সম্পূর্ণ নতুন ১০টি উড়োজাহাজ সংগ্রহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।
চুক্তির আওতায় ৪টি সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর ছাড়া দুইটি ৭৩৭-৮০০ এবং ৪টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার পর্যায়ক্রমে বিমানবহরে যুক্ত হবে। আগামী ২০১৭/১৯ সালে সর্বশেষ ড্রিমলাইনারটি বিমানবহরে যুক্ত হবে।

বাংলাদেশ সময়: ১৫:১২:১৯   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ