বাংলিয়ানা কায়দায় বিয়ে করবেন বিপাশা

Home Page » বিনোদন » বাংলিয়ানা কায়দায় বিয়ে করবেন বিপাশা
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০১৪



31a5cf205ba381a10fcd5b9931f7e732.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বলিউড কাঁপানো সুপারস্টার বিপাশা বসুর বিয়ে নিয়ে কতই না গুঞ্জন। দীর্ঘদিনের প্রেমিক জন আব্রাহামের পথচেয়েই ছিলেন এতোদিন। কিন্তু জন আব্রাহাম যুক্তরাষ্ট্রে বসে বিয়ে করে ফেলে্ল বান্ধবী প্রিয়া রাঞ্চালকে।আর তাই বিপাশার পরিবারও উঠেপড়ে লেগেছে মেয়ের বিয়ে দিতে। বিপাশাও রাজি। পাত্র হিসেবে তার পরিবারের পছন্দ বিপাশার বর্তমান বয়ফ্রেন্ড হারম্যান বাওয়েজা। দুই পরিবারের মধ্যেও বেড়েছে যোগাযোগ। অবশ্য বিয়েটা বাঙালি মতে এবং কলকাতায় করতে চান বিপাশা।

বিপাশা ও হারম্যানের এক ঘনিষ্ঠজন বলেছেন, ‘বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে। হরমান তো বিরাট উৎসাহী। নতুন ছবিটা মুক্তি পাওয়ার জন্যই তিনি খানিকটা ব্যস্ত। সে পর্বটা মিটলে তিনি নিজেই আসরে নামবেন।’

এক টুইট বার্তায় বিপাশা বললেন, ‘বিয়ের তারিখটা এখনই বলতে পারছি না। পরে নিশ্চয়ই জানিয়ে দেবো। তবে একটা ব্যাপার আমি এখনই স্পষ্ট করে দিতে চাই, আমি যখনই বিয়ে করি না কেন বিয়েটা হবে খাঁটি বাঙালি মতেই। প্রথাগত বিয়েই আমার পছন্দ। তাছাড়া আমাকে তো পরিবারের পক্ষ থেকেও রীতিমতো শাসানো হয়েছে। মা বলেই দিয়েছেন, বাঙালি মতে বিয়ে না হলে বিয়েতে আসবেনই না।’

হারম্যান বলেন, ‘আমি বিয়ে থেকে পালাতে চাই না। ঈশ্বরের কাছে আমি বার বার প্রার্থনা করছি, বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমি নিজের নতুন ছবিটার ব্যাপারে ফোকাসজড হয়ে আছি এটাও সত্যি। তাই বলে বিয়ে থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই। বিয়েটা হচ্ছেই।’

তবে তাদের বিয়েটা যে কবে হচ্ছে সে ব্যাপারে মুখ খুলছে না কেউ। তাই বিপাশার দ্বিতীয় জীবন শুরুর অপেক্ষায় সবাই।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:০৮   ৪৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ