ইউএনও কার্যালয় ঘেরাও করবে বিএনপি

Home Page » জাতীয় » ইউএনও কার্যালয় ঘেরাও করবে বিএনপি
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০১৪



image_30011_0.jpgডেস্করিপোর্টঃউপজেলা নির্বাচনের চতুর্থ দফায় ভোট ডাকাতি করে জনরায় ছিনিয়ে নেয়ার অভিযোগে সারা দেশেআজ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করবে বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, একই সঙ্গে ওইদিন ইউএনও বরাবর স্মারকলিপিও দেয়া হবে।
রিজভী বলেন, চতুর্থ দফা নির্বাচনে রক্তারক্তি আর খুনাখুনিতে আগের সব রেকর্ড ভেঙে গেছে। মধ্যরাতে ব্যালট পেপারে সিল মারা, দিনভর কেন্দ্র দখল, ভোট বাক্স ছিনতাই ও ব্যালট পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। এই নির্বাচনে ভোট ডাকাতি করে সরকার নিজেদের অনুকূলে রায় ছিনিয়ে নিয়েছে।
তিনি বলেন, ফেনীর রামগঞ্জ ও সদরে ক্ষমতাসীন দলের প্রার্থীরা স্থানীয় প্রশাসন ও পুলিশ-র‌্যাবের সহায়তায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার ও বাড়ি বাড়ি হানা দিচ্ছে। ক্ষমতাসীনরা প্রতিদিন এভাবে তাণ্ডব চালাচ্ছে। তারা পঞ্চম দফা নির্বাচনেও ভোট ডাকাতির আগাম পরিকল্পনা করছে।
চতুর্থ দফা নির্বাচন সুষ্ঠু হয়েছে- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের এমন দাবির জবাবে তিনি বলেন, এত ভোট ডাকাতি ও মানুষ হত্যার পরও তিনি ভোটে শান্তি দেখতে পারছেন। এটা অদ্ভুত।
পকেট কাটতেই সড়ক পথে টোল আদায়ের সিদ্ধান্ত : সড়ক ও জনপথ বিভাগের অধীনে সারা দেশের জাতীয়, আঞ্চলিক, জেলা ও গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ব্যবহারের জন্য টোল আদায়ে সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে রিজভী বলেন, সরকার কুইক রেন্টালের মতো আবারও জনগণের পকেট কাটতে চায়। সড়ক পথে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ডাকাতি ও দুর্ঘটনা বন্ধে ব্যবস্থা না নিয়ে সরকারি দলের লোকজনের পকেট ভারি করার জন্যই সড়ক পথে টোল আদায়ের সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, মহানগর যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ খান খোকন, রফিক শিকদার, বেলাল আহমেদ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৮:৪২:১৯   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ