প্রধানমন্ত্রীঃবাংলাদেশ বিশ্বসভায় অধিষ্ঠিত হবে

Home Page » আজকের সকল পত্রিকা » প্রধানমন্ত্রীঃবাংলাদেশ বিশ্বসভায় অধিষ্ঠিত হবে
বুধবার, ২৬ মার্চ ২০১৪



image_30013_0.jpgডেস্করিপোর্টঃইতিহাস সৃষ্টির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। লাখো কণ্ঠে আমরা জাতীয় সংগীত গাইবো। আজ বুধবার সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে জাতীয় সংগীত আয়োজনের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। বাংলাদেশ বার বার ইতিহাস সৃষ্টি করেছে, আমরা এগিয়ে যাবো বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, লাখো কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বসভায় অধিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংগীতের মধ্য দিয়ে বাঙালির ইতিহাস সৃষ্টি হবে। এই ইতিহাস আগামী প্রজন্মের কাছে অনন্য রেকর্ড হয়ে থাকবে, যা গিনিস বুকে সংযোজিত হবে। তা বিশ্ববাসী জানতে পারবে।শেখ হাসিনা বলেন, জাতীয় সংগীতের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনায় মানুষ উজ্জীবিত হবে। একই সঙ্গে তিনি দেশের সবাইকে স্বাধীন সার্বভৌম চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান মুক্তিযোদ্ধা এবং যারা লাখো কণ্ঠে জাতীয় সংগীতে অংশগ্রহণ করেছেন। তিনি একই সঙ্গে লাখো শহীদের প্রতিও সম্মান জানান।

আয়োজনের মূল পর্বের আগে দেওয়া উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিক, শিক্ষার্থীসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি সবাইকে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী লাখো বীর শহীদের প্রতিও শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম দেশ। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে।

এর পর বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডের আকাশে-বাতাসে ধ্বনিত হয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি…।বাংলাদেশ আর বাংলাদেশিদের প্রাণের এ সুর ছড়িয়ে পড়ল প্যারেড গ্রাউন্ডের বাইরে, সারা বাংলাদেশে। পুরো পৃথিবীজুড়ে যেখানে যতো বাংলাদেশি বাঙালি রয়েছেন তারাও কণ্ঠ মেলালেন লাখো শহীদের রক্তে পাওয়া জাতীয় সংগীতে।

জাতীয় সংগীত শুরুর আগে আগে বেলা সোয়া ১১টায় ডিজিটাল কাউন্টিং মেশিনে উপস্থিতির সংখ্যা দেখানো হয় ২ লাখ ৫৪ হাজার ৬৮১ জন। তবে সব মিলিয়ে বেলা ১১টার মধ্যে ৩ লাখ পূর্ণ হয় বলে নিশ্চিত করা হয় আয়োজকদের পক্ষ থেকে। এর আগে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার বিশ্ব রেকর্ড তৈরি করে ভারত। গত বছরের ৬ মে একসঙ্গে ১ লাখ ২১ হাজার ৬৫৩ ভারতীয় নাগরিক জন গণ মন.. গেয়ে গিনেজ রেকর্ডে নাম লেখান।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:০৭   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ