অস্ট্রেলিয়ায় বাংলাদেশ থেকে বৈধ উপায়ে দক্ষ শ্রমিক নেওয়া হবে

Home Page » আজকের সকল পত্রিকা » অস্ট্রেলিয়ায় বাংলাদেশ থেকে বৈধ উপায়ে দক্ষ শ্রমিক নেওয়া হবে
মঙ্গলবার, ২৫ মার্চ ২০১৪



image_29962_0.jpgডেস্করিপোর্টঃঅস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত মেজর জেনারেল (অব.) জিন মোলান বলেছেন, বাংলাদেশ থেকে বৈধ উপায়ে দক্ষ শ্রমিক নেওয়া হবে।
তিনি জানান, প্রতি বছর অস্ট্রেলিয়ায় বিভিন্ন দেশ থেকে ৫০ হাজার শ্রমিক নেওয়া হয়। বাংলাদেশ যদি সব শর্ত পূরণ করতে পারে তবে বাংলাদেশ থেকেও দক্ষ শ্রমিক নেওয়া হবে।
সোমবার বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপির সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত ।
তিনি বাংলাদেশ থেকে বৈধ উপায়ে দক্ষ শ্রমিক নেওয়ার কথাও জানান প্রবাসীকল্যাণ মন্ত্রীকে।
জিন মোলান বলেন, নৌকায় চড়ে অবৈধ উপায়ে অস্ট্রেলিয়ায় প্রবেশ করলেই তাদেরকে ধরে পাপুয়া নিউগিনিসহ পাশ্ববর্তী দ্বীপগুলোতে পাঠানো হবে। এর মধ্যে বাংলাদেশিরাও আছেন। তবে সংখ্যায় অনেক দেশের তুলনায় কম।
এ বার্তা দিতেই তিনি বাংলাদেশে এসেছেন। কোনো এজেন্ট যদি অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশের ক্ষেত্রে লোভ দেখান, তাহলেও তা ঠিক হবে না বলেও মন্তব্য করেন মোলান।
জিন মোলান বলেন, অনেক দেশ থেকেই নৌকায় চড়ে ‍অভিবাসীরা অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশ করছেন। বিশেষ করে নৌকার মাধ্যমে সমুদ্র পাড়ি দিয়ে যারা অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশ করেন তার সরকার তাদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। তাদেরকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেওয়া হবে না।
মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, অবৈধ অভিবাসীর বিষয়ে বাংলাদেশ সরকারের স্পষ্ট অবস্থানের কথা আমরা তাকে জানিয়েছি। এমনকি অবৈধ অভিবাসন সহায়তাকারীকে ১০ দশ বছর শাস্তির ব্যবস্থা রেখেছে বাংলাদেশ সরকার। তারা এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।
শ্রমিকদের দক্ষ করতে ৭১টি ট্রেনিং সেন্টার রয়েছে সে বিষয়েও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূতকে জানিয়েছেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৪৭   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ