নিখোঁজ বিমানটির কেউই বেঁচে নেই………।

Home Page » আজকের সকল পত্রিকা » নিখোঁজ বিমানটির কেউই বেঁচে নেই………।
মঙ্গলবার, ২৫ মার্চ ২০১৪



image_65526malay.jpgবঙ্গ-নিউজ ডটকমঃঅবশেষে নিখোঁজ বিমানটির আরোহীদের জীবিত উদ্ধারের সব আশা ত্যাগ করলো মালয়েশিয়া কর্তৃপক্ষ। দেশটির প্রধানমন্ত্রী নাজিক রাজাক জানিয়েছেন, নতুন তথ্য বিশ্লেষণে তারা নিশ্চিত হয়েছেন, বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলেই বিধ্বস্ত হয়েছে এবং বিমানের ২৩৯ আরোহীর পরিবারকে বিষয়টি ইতিমধ্যে জানানো হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মালয়েশিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে বিমানের আরোহীদের পরিবারকে একটি বার্তায় জানানো হয়েছে, বিমানটি হারিয়েই গেছে এবং আরোহীদের কেউই বেঁচে নেই, এ ব্যাপারো আর কোনো সন্দেহ নেই।গত ৮ মার্চ মালয়েশীয় এমএইচ৩৭০ ফ্লাইটের বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। এর পর বাংলাদেশসহ বেশকটি দেশ তাদের নিজ নিজ জলসীমার মধ্যে বিমানটির খোঁজে তল্লাশি চালায়। এই আন্তর্জাতিক প্রচেষ্টা শুরুর পঞ্চম দিনে এসে গতকাল সোমবার রাতে মালয়েশীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে জানালেন, বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে এ ব্যাপারে তারা নিশ্চিত হয়েছেন।

মালয়েশিয়া এয়ারলাইন্সকে স্যাটেলাইট নেটওয়ার্ক সেবাদানকারী সংস্থা ইনমারসাট এবং যুক্তরাজ্যের বিমান দুর্ঘটনা তদন্ত শাখার যৌথ বিশ্লেষণের ভিত্তিতে প্রধানমন্ত্রী রাজাক বলেন, আমরা নিশ্চিত, এমএইচ৩৭০ এর বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলের দিকেই গেছে। এবং এর সর্বশেষ অবস্থান ছিল মহাসাগরের মধ্যাঞ্চলে অস্ট্রেলিয়ার পার্থের পশ্চিমে।

তিনি আরো বলেন, এটা অনেক দূরবর্তী একটা জায়গা। যেকোনো তীর থেকে এখানে পৌঁছানো প্রায় অসম্ভব। তাই নতুন তথ্য উপাত্তের ভিত্তিতে আমি গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি, এমএইচ৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরেই বিধ্বস্ত হয়েছে। এসময় প্রধানমন্ত্রী বিমানের যাত্রী ও ক্রুদের পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান।

ওই বিমানের আরোহীদের পরিবারের প্রতি মালয়েশিয়া এয়ারলাইন্স থেকে পাঠানো শেষ বার্তায় বলা হয়েছে, মালয়েশীয় এয়ারলাইন্স গভীর বেদনার সঙ্গে জানাচ্ছে যে, সন্দেহাতীতভাবে আমরা জানতে পেরেছি, এমএইচ৩৭০কে আমরা হারিয়েছি এবং আরোহীদের কেউই বেঁচে নেই…। আমাদের প্রাপ্ত সব প্রমাণের ভিত্তিতে এটা নিশ্চিত যে, বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে।

বিমানটির যাত্রীদের বেশিরভাগই ছিল চীনের। বেইজিং এর একটি হোটেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঘোষণা শুনে দুঃখে কেঁদে ফেলেন অনেকেই। শোকে মুহ্যমান হয়ে পড়া কাউকে কাউকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় বলেও খবর দিয়েছে বার্তা সংস্থাগুলো।

গত ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইনের বিমানটি ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে উধাও হয়ে যায়। তারপর থেকে ব্যাপক আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও বিমানটির কোনো হদিস পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার নৌ জাহাজ দক্ষিণ ভারত মহাসাগরে বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজে বের করার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ মন্তব্য করলেন।

সোমবার মহাসাগরে বেশ কিছু ভাসমান বস্তু দেখা যাওয়ার পর এগুলো নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ বলেই ধারণা করা হয়। সিনহুয়া জানায়, কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট সাদা বস্তুর সঙ্গে দুটি বড় সাদা বস্তু দেখতে পেয়েছে অনুসন্ধানকারীরা।

সোমবার সকালে অস্ট্রেলিয়ার পার্থ থেকে আড়াই হাজার কিলোমিটার দক্ষিণপশ্চিমে তল্লাশি এলাকায় দুটি চীনা বিমান অনুসন্ধান চালায়। এই দুটি বিমানের মধ্যে একটির ক্রুরা সর্বশেষ ভাসমান বস্তুগুলো দেখতে পান। তারা অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথিরিটি (আমসা) কে বিষয়টি অবহিত করেন।

বাংলাদেশ সময়: ১২:০৭:১৭   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ