নিজামীর রায় যেকোনো দিন

Home Page » আজকের সকল পত্রিকা » নিজামীর রায় যেকোনো দিন
সোমবার, ২৪ মার্চ ২০১৪



image_29815_0.jpgডেস্করিপোর্টঃমুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায় যেকোনো দিন দেয়া হবে।
সোমবার বিচারক এম ইনায়েতুর রহীমের নেতৃত্বে তিন সদস্যের প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
যুক্তিতে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ড. তুরিন আফরোজ বলেন, নিজামীর মামলায় সব গুলো অভিযোগ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। আশা করছি ট্রাইব্যুনাল তাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেবেন।
জানতে চাইলে তুরিন বলেন, নিজামী ছিলেন একাত্তরের অপরাধীদের রিং লিডার। তার ইশারাতে সকল অপরাধ সংগঠিত হতো। তাই তার মৃত্যূদণ্ড ছাড়া আর কোনো কিছুই চিন্তা করা যায় না।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, আশা করি এসব অভিযোগ থেকে তিনি খালাস পাবেন।কারণ রাজনৈতিক উদ্দেশ্যে নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
তিনি বলেন, নিজামীর বিরুদ্ধে আনা কোন অভিযোগই যথাযথ আইনী প্রক্রিয়া মেনে আনা হয়নি। মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তকর তথ্য দিয়ে অভিযোগগুলো আনা হয়েছে।
আসামিপক্ষে ছিলেন মিজানুল ইসলাম, তারিকুল ইসলাম, তাজুল ইসলাম, আমিনুল ইসলাম।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন মোহাম্মদ আলী, জেয়াদ আল মালুম, সৈয়াদ হায়দার আলী, তুরিন আফরোজ, সুলতান মাহমুদ সীমন।
গত ২৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল নতুন ভাবে নিজামীর মামলায় যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন।
প্রায় সাড়ে তিন মাস নিজামীর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান থাকার পর নতুন ভাবে যুক্তি উপস্থাপন শুরু হয়।
প্রথম ট্রাইব্যুনালে নতুন চেয়ারম্যান নিয়োগ হওয়ায় নিজামীর মামলায় নতুন করে যুক্তি শুরু হয়। এর আগে জামায়াত নেতা সাঈদীর মামলায় প্রথমবারের মতো দ্বিতীয় ধাপে যুক্তি উপস্থাপন করা হয়েছিল।
গত ২০ নভেম্বর নিজামীর মামলাটি যে কোন দিন রায় ঘোষণা করা হবে (সিএভিতে) রেখে দেন ট্রাইব্যুনাল।গত বছররে ২৬ আগস্ট থেকে ৮ অক্টোবর র্পযন্ত নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৬জন সাক্ষী সাক্ষ্য দেন

২০১১ সালের ১১ ডিসেম্বর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ।

গত বছরের ৯ জানুয়ারি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মাওলানা মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করে পুলিশ।

২০১০ সালের ২ আগস্ট নিজামীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৩৩   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ