‘লাখো কণ্ঠে সোনার বাংলা’র প্রস্তুতি সম্পন্ন

Home Page » আজকের সকল পত্রিকা » ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’র প্রস্তুতি সম্পন্ন
সোমবার, ২৪ মার্চ ২০১৪



14596.JPGডেস্করিপোর্টঃ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি প্রায় শেষের দিকে। ইতিমধ্যে শেষ হয়েছে আয়োজনের প্রায় ৯৫ ভাগ কাজ । নেয়া হয়েছে তিন স্থরের নিরাপত্তাব্যবস্থা। অনুষ্ঠান অংশগ্রহণের সুযোগ থাকবে সবার জন্য উন্মুক্ত। তবে জাতীয় প্যারেড গ্রাউন্ডের ভেতরে আগে আসার ভিত্তিতে অংশ নিতে পারবেন তিন লাখ মানুষ।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, বিগ্রেডিয়ার জেনারেল সারাফাত হোসেন, কমান্ডার নিজামসহ নবম পদাতিক ডিভিশনের কর্মকর্তারা।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্তির লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাধীনতা দিবসে ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজন করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে সবার জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের প্রবেশ শুরু হবে সকাল সাড়ে ছয়টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলা পৌনে ১১ টায় অনুষ্ঠানস্থলে আসার কথা রয়েছে। এর মাধ্যেই সকাল পৌনে নয় টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা ১১টায় লাখো কণ্ঠে ধ্বনিত হবে জাতীয় সঙ্গীত। যে কেউ অংশ নিয়ে ইতিহাসের অংশ হতে পারবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠান ঘিরে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা। সশস্ত্র বাহিনী থেকে তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়া হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
এই অনুষ্ঠানে ঢাকা ও ঢাকার বাইরের যে সব জনগণ জাতীয় প্যারেড স্কোয়ারে অংশগ্রহণ করতে পারবেন। যারা প্যারেড গ্রাউন্ডে আসতে পারবেন না তারা নিজ নিজ জেলা বা উপজেলায় প্রশাসনের তত্ত্বাবধায়নে একই সঙ্গে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে ইতিহাসের অংশ হতে পারবেন। এ ব্যাপারে সংস্কৃতি মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জেলা বা উপজেলায় প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হবে জানানো হয়েছে। পাশাপাশি ওইদিন একই সময়ে স্ব স্ব প্রতিষ্ঠানে অবস্থান করেও কেউ জাতীয় সংগীত গাইতে পারবেন।
এছাড়া বিদেশে অবস্থিত মিশনগুলোর মাধ্যমে বিদেশে বসবাসরত প্রবাসী বাঙালিদের দ্বারা জাতীয় সংগীত পরিবেশিনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সংবদাদ সম্মেলনে বিগ্রেডিয়ার জেনারেল সারাফাত হোসেন বলেন, “আমরা চাই সবাই এই অনুষ্ঠানে যোগদান করুক। তবে তিন লাখ লোক জাতীয় প্যারেড গ্রাউন্ডের ভেতরে সমবেত হবার সুযোগ পাবেন। এখানে আগে আসলে আগে সুযোগ পাবেন ভিত্তিতে যদি আটার ভেতর তিন লাখ লোক হয়ে যায় তাহলে এর একজনও বেশি আমরা নেবো না। যে যেখানে থাকবেন সেখান থেকেই অংশ নেবেন।”
লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান বলেন, “সর্বাধিক তিন লাখ মানুষ এখানে প্রবেশ করতে পারবে। তিন লাখের বেশি হলে অতিরিক্ত জনগণ রোকেয়া সরনিতে সমবেত হয়ে তারাও জাতীয় সংগীত পরিবেশনে অংশগ্রহণ করতে পারবে।”
অনুষ্ঠানে ছাত্র/ছাত্রী (৮ম শ্রেণী ও তদুর্ধ্ব), সাংস্কৃতিক কর্মী, মুক্তিযোদ্ধা, গার্মেন্টস কর্মী, সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, র্যা ব, আনসার ও ভিডিপি এবং সব শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারীদের সবাইকে উচ্চস্বরে জাতীয় সংগীত গাইতে হবে। জাতীয় সংগীতের প্রমিত পরিবেশন নিশ্চিত করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে জাতীয় শিল্পকলা একাডেমির তৈরি জাতীয় সংগীতের একটি অডিও সিডি পৌঁছে দেয়া হয়েছে। আগামী ২৪ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ৬:৫০:৪৪   ৪৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ