এগিয়ে আওয়ামী লীগ

Home Page » জাতীয় » এগিয়ে আওয়ামী লীগ
রবিবার, ২৩ মার্চ ২০১৪



chapainawabganj-upazilavote-19-02-142.jpgরাসেদুল হাসান লিটন(বঙ্গ-নিউজ)ঃ চতুর্থ পর্বের ভোটে এই পর্যন্ত ১৩ উপজেলার ঘোষিত ফলাফলে অধিকাংশ স্থানে আওয়ামী লীগ নেতারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৯১ উপজেলার মধ্যে রোববার রাত ১০টা পর্যন্ত যে ১৩টির ফলাফল পাওয়া গেছে, তার মধ্যে আটটিতে আওয়ামী লীগ নেতারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।বাকিগুলোর মধ্যে বিএনপি নেতারা তিনটিতে, জামায়াতে ইসলামীর নেতা একটিতে এবং জাতীয় পার্টির নেতা একটিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

আগের তিন পর্বে আওয়ামী লীগ সমর্থিত ১২২ জন চেয়ারম্যান নির্বাচিত হন। অন্যদিকে তিন পর্ব মিলিয়ে বিএনপির চেয়ারম্যানের সংখ্যা ১২৬ জন।

জামায়াত ও এলডিপি নেতাদের নিয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলের চেয়ারম্যানের সংখ্যা ১৫৩ জন, এর মধ্যে জামায়াতের ২৭ জন।

চতুর্থ দফায় নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের হলেন- ফেনীর ফুলগাজীতে একরামুল হক, সোনাগাজীতে কামরুল আনাম, কুষ্টিয়ার দৌলতপুর ফিরোজ আল মামুন, পাবনার ফরিদপুরে খলিলুর রহমান সরকার,কিশোরগঞ্জের মিঠামইনে আব্দুস শহীদ ভূঁইয়া, কিশোরগঞ্জের ইটনায় চৌধুরী কামরুল হাসান।

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির খুরশিদ আলম মতিন, ঝিনাইদহের হরিণাকুণ্ডতে আব্দুল মজিদ এবং বরগুনার বেতাগীতে শাহজাহান কবির।

জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াতে ইসলামীর মোস্তাফিজুর রহমান চেয়ারম্যান হয়েছেন। কিশোরগঞ্জের তাড়াইলে জয়ী হয়েছেন জাতীয় পার্টির কামাল উদ্দিন ভূইয়া।

চতুর্থ পর্বে ৪৩ জেলার ৯১ উপজেলায় ভোটে সংঘাতে চার উপজেলায় নিহত হয়েছেন চারজন। বেশ কয়েকটি উপজেলায় ব্যালট বক্স ছিনতাই হয়েছে।

মোট ৫ হাজার ৮৮৪টি ভোটকেন্দ্রের মধ্যে অন্তত ৩২টিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

‘কিছু’ সহিংসতা ও গোলযোগ হলেও ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেছে নির্বাচন কমিশন। ক্ষমতাসীন আওয়ামী লীগও বলেছে, ভোট তুলনামূলক শান্তিপূর্ণ ছিল।

তবে বিএনপি ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বলেছে, ৪৬টি উপজেলায় ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরেছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।

চতুর্থ পর্ব নিয়ে দেশের ৩৮৫ উপজেলায় ভোট শেষ হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে পাহাড়ি সংগঠন জনসংহতি সমিতি-জেএসএস, ইউপিডিএফ, এলডিপি, জাতীয় পার্টি সমর্থিত অন্তত ১২ জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

এ পর্যন্ত নির্বাচিতদের মধ্যে দেশের একমাত্র নারী চেয়ারম্যান হয়েছেন রাঙামাটির বরকল উপজেলার মনি চাকমা, যিনি জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী ছিলেন।
তৃতীয় পর্বে অনুষ্ঠিত ভোটের মধ্যে বরিশালের হিজলা, চাঁদপুরের হাজীগঞ্জ ও ময়মনসিংহের মুক্তগাছায় স্থগিত কিছু কেন্দ্রে পুনভোটের পর ফল চূড়ান্ত হওয়ার অপেক্ষায়।
দেশের ৪৮৭ উপজেলার মধ্যে চার দিনে ৩৮৫ টিতে ভোটগ্রহণ হল। আরো দুই পর্বে বাকি উপজেলাগুলোতে ভোট হবে। এরমধ্যে ৭৪ উপজেলায় হবে আগামী ৩১ মার্চ। বাকিগুলোয় মে মাসের প্রথম সপ্তাহে ভোট হবে।
১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৬২ শতাংশ, দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি ৬৩ শতাংশ, তৃতীয় ধাপে ১৫ মার্চ ৬৪ শতাংশ ভোট পড়ে।

বাংলাদেশ সময়: ২২:৩০:০৬   ৩৪২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ