শপথ নিলেন ৪৮ নারী সংসদ সদস্য

Home Page » আজকের সকল পত্রিকা » শপথ নিলেন ৪৮ নারী সংসদ সদস্য
রবিবার, ২৩ মার্চ ২০১৪



image_29606_0.jpgডেস্করিপোর্টঃশপথ নিয়েছেন দশম জাতীয় সংসদের বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত সংরক্ষিত নারী আসনের ৪৮ জন সংসদ সদস্য। রোববার বেলা ১১টা থেকে জাতীয় সংসদের শপথকক্ষে তাদেরকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথ নেয়া নারী সংসদ সদস্যরা হলেন, আওয়ামী লীগের তারানা হালিম, অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পী, ফজিলাতুন নেসা ইন্দিরা, আমিনা আহমেদ, পিনু খান, সানজিদা খানম, নীলুফার জাফরউল্যাহ, সেলিনা জাহান লিটা, সফুরা বেগম রুমী, হোসনে আরা লুৎফা ডালিয়া, উম্মে কুলসুম স্মৃতি, আখতার জাহান, সেলিনা বেগম স্বপ্না, সেলিনা আখতার বানু, লায়লা আরজুমান্দ বানু, শিরিন নাঈম পুনম, কামরুল লায়লা জলি, হ্যাপি বড়াল, রিফাত আমিন, নাসিমা ফেরদৌসী, লুৎফুন্নেছা, মমতাজ বেগম, মনোয়ারা বেগম, মাহজাবিন খালেদ, ফাতেমা জোহরা রানী, দিলারা মাহবুব আসমা, ফাতেমাতুজ্জোহরা, সাবিনা আক্তার তুহিন, রহিমা আক্তার, হোসনে আরা বাবলী, কামরুন নাহার চৌধুরী লাভলী, রোখসানা ইয়াসমিন ছুটি, নাভানা আক্তার, আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, শামছুন নাহার বেগম, ওয়াসিফা আয়শা খান, জাহানারা বেগম সুরমা ও ফিরোজা বেগম চিনু।
জাসদের লুৎফা তাহের ও ওয়ার্কার্স পার্টির হাজেরা খাতুন।
জাতীয় পার্টির নুর-ই হাসনা লিলি চৌধুরী, মাহজাবীন মোরশেদ, মেরিনা রহমান, শাহানারা বেগম ও রওশন আরা মান্নান।
এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট থেকে নির্বাচিত নারী সংসদ সদস্য হিসেবে শপথ নেন কাজী রোজি, অ্যাডভোকেট নূর জাহান বেগম মুক্তা ও অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল।
আইন অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে শপথগ্রহণ সম্পন্ন হওয়ায় রোববারই চলমান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিতে পারবেন নবনির্বাচিত ৪৮ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে ৪৮ জন সংরক্ষিত নারী এমপির গেজেট প্রকাশ করা হয়। সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত থাকলেও দুই জনের বিরুদ্ধে আইনি জটিলতা থাকায় বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত ৪৮ জনের নামে গেজেট হয়। ওই ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের মধ্যে আওয়ামী লীগের ৩৮ জন, বিরোধী দল জাতীয় পার্টির ৫ জন, স্বতন্ত্র ৩ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ১ জন। আওয়ামী লীগের ১ জন ও জাতীয় পার্টির এক জনের বিরুদ্ধে আইনি জটিলতায় গেজেট হয়নি। তারা বিলখেলাপি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করেছে ইসি।
-

বাংলাদেশ সময়: ১২:২১:৩৮   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ