বাংলাদেশি কূটনীতিকের বিরুদ্ধে আমেরিকায় মামলা

Home Page » জাতীয় » বাংলাদেশি কূটনীতিকের বিরুদ্ধে আমেরিকায় মামলা
শনিবার, ২২ মার্চ ২০১৪



index-22_30209.jpgবঙ্গ নিউজ ডটকম :গৃহবন্দি করে রেখে নির্যাতনের অভিযোগ এনে এবার আমেরিকার নিউ ইয়র্কে এক বাংলাদেশি কূটনীতিকের বিরুদ্ধে মামলা করেছেন তার গৃহকর্মী। নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসাল অফিসের কনসাল জেনারেল মনিরুল ইসলাম এবং তার স্ত্রী ফাহিমা ইসলাম প্রভার বিরুদ্ধে শুক্রবার ম্যানহাটন ফেডারেল আদালতে এ মামলা করেন মাসুদ পারভেজ রানা নামে ওই গৃহকর্মী।আদালতে দায়ের করা অভিযোগে মাসুদ পারভেজ বলেছেন, চাকরির নামে দেশ থেকে আনার পর তাকে রীতিমত গৃহবন্দি করে রাখা হয়েছিল। তাকে দিয়ে ভোর ছয়টা থেকে মধ্য রাত পর্যন্ত কাজ করানো হয়। মাসে তিন হাজার ডলার করে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেয়া হলেও গত ১৮ মাসে মাসুদ পারভেজকে কোনো মজুরি দেয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়েছে, তাকে দিয়ে ঘরের রান্না, পরিচ্ছন্ন করা, কাপড় ধোয়াসহ সব ধরনের কাজ করানো হয়। এমনকি বাংলাদেশ থেকে যাবার পর তার কাছ থেকে পাসপোর্টও নিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ ওই গৃহকর্মীর। তাছাড়া ঘরের বাইরে বের হলে পুলিশ তাকে গ্রেফতার করবে বলে ভয় দেখানো হয়।

মাসুদ পারভেজ রানা আরো অভিযোগ করেছেন, গত ১৮ মাসে অন্তত দু’বার তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

পারভেজ রানার পক্ষে মামলাটি দায়ের করেছেন আইনজীবী ডানা সাসম্যান। যিনি সম্প্রতি ভারতের কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধেও গৃহকর্মী নির্যাতনের মামলা পরিচালনা করেন।

এদিকে সপ্তাহের শেষ কর্ম দিবসে দায়ের করা মামলায় নিউ ইয়র্কে বাংলাদেশিদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ন্যূনতম মজুরি আইন লঙ্ঘন, গৃহকর্মী নির্যাতন এবং অসাধু শ্রম ব্যবহারের জন্য বাংলাদেশি কূটনীতিক মনিরুল ইসলাম এবং তার স্ত্রীর বিরুদ্ধে যেকোনো সময় পুলিশি তৎপরতা শুরু হতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:২২   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ